দাবি: সোশ্যাল মিডিয়াতে একজন মহিলা ডাক্তারের ছবিকে ভিন্ন নাম দিয়ে ভাইরাল করা হয়েছে। করোনা যাতে না হয় সেই সংক্রান্ত কিছু টিপসের সাথে তার ছবিকে সাঁটিয়ে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে। কোথাও তার নাম ডঃ তামান্না তাবাসুম আবার কোথাও ডঃ রাজিয়া সিদ্দিকী।
বিশ্লেষণ: সন্দেহজনক এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে কোথায় আর কত বার শেয়ার করা হয়েছে জানার জন্য আমরা প্রথমে ছবিটির Google reverse image search করি। এছাড়াও তার পরনে একটি ডাক্তারি কোট যার বুক পকেটে একটি লোগো ছাপা রয়েছে। আমরা চেষ্টা করি সেই লোগো সম্পর্কে জানার জন্য কিন্তু তাতে ব্যর্থ হই। reverse image search করার পর ফেসবুকে শেয়ার হওয়া এই পোস্টটির কিছু লিংক আমরা পাই।
ভাল্লাগে না নামক একটি মিম এর পেজ থেকে এই মহিলার ছবি দেওয়া একটি পোস্ট পাই যেখানে তার নাম ডঃ তামান্না তাবাসুম নাম বলা হয়েছে এবং করোনা যাতে না হয় তার জন্য কিছু টিপস ও দেওয়া হয়েছে তার ছবির সাথে। ফেসবুকে Dr. Tamanna Tabassum লিখে সার্চ করার পর এই একই পোস্ট আরও যেসব জায়গাতে শেয়ার হয়েছে তার প্রমান আমাদের সামনে আসে।


ফেসবুকে নবজন্ম নামের একটি সোশ্যাল গ্রুপ পেজে এই মহিলা ডাক্তারের ছবি পাই যেখানে তার নাম দেওয়া হয়েছে যেখান থেকে এই পোস্টটিকে ১৭ হাজার লাইক,ও ৩৪ হাজার বার শেয়ার করা হয়েছে।

কিন্তু এই পোস্টগুলির কোথাও তার নাম ডঃ রাজিয়া সিদ্দিকী বলা হয়েছে তো কোথাও ডঃ তামান্না তাবাসুম নাম বলা হয়েছে।
এই ধোঁয়াশা পরিষ্কার করার জন্য আমরা এবার শুধু ছবিটির Google reverse image search করার পর “ফিজিসিয়ান’ নামটি আসে এবং সাথে কিছু মিডিয়া রিপোর্টের লিঙ্ক আমরা পাই।
বাংলাদেশের সংবাদ সংস্থা Bangladesh Monitor এর তরফ থেকে একটি রিপোর্ট আমরা পাই যেখানে তার নাম ডঃ রায়ান আনিস বলা হয়েছে এবং সম্প্রতি তিনি ইউনাইটেড হাসপাতালের সাথে যুক্ত হয়েছেন সেই বিষয় নিয়েই এই রিপোর্টটি করা হয়েছে। এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে ২০১৮ সালে। এই নামটিই সত্যি কিনা জানার জন্য গুগলে তার নাম লিখে খোঁজার পর এই মহিলা ডাক্তারের ছবিটি আসে এবং সাথে আসে কিছু ভিডিও।
এনার প্রকৃত পরিচয় হলো ডঃ রায়ান আনিস যিনি বাংলদেশের একজন খ্যাতনামা কার্ডিওলজিস্ট। ২০১৮ সালের যে ভিডিও গুলি আমরা পাই সেখানে তাকে কার্ডিওলজি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দিতে শোনা যায়। এবং তার সাথে এটিও আমাদের কাছে পরিষ্কার হয় ওনার যে ছবিটি ভাইরাল হয়েছে যেখানে তিনি ইউনাইটেড হসপিটালের লোগো দেওয়া ডাক্তারি কোট পরে আছেন, কারণ তার কোটের বুক পকেটের উপর যে লোগো তা ইউনাইটেড হাসপাতালের লোগো। ইউনাইটেড হাসপাতালের ওয়েবসাইটে ডঃ আনিসের সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে।

ফেসবুক থেকে আমরা তরফ থেকে আপলোড করা একটি ভিডিও পাই যেখানে তিনি হৃদরোগ বিষয়ে কিছু জরুরি তথ্য আলোচনা করেছেন।
https://www.facebook.com/uhlbd/videos/404942143657669/?v=404942143657669
সোশ্যাল মিডিয়াতে ডঃ আনিসের মিথ্যে পরিচয় দিয়ে যে পোস্ট বানিয়ে শেয়ার করা হচ্ছিলো তা সম্পূর্ণ ভুঁয়ো।
আর করোনা যাতে না হয় তার জন্য যে টিপস গুলি দেওয়া হয়েছিল, সেগুলির মধ্যে কিছু কিছু ভুল। এর তথ্য আমরা পাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইটের ‘Myth Busters’ থেকে।
এর আগেও আমরা আমাদের একটি প্রতিবেদনে বাংলাদেশের এক ডাক্তারের করোনা সম্পর্কে কিছু দেওয়া তথ্যকে ও তার পরিচয়কে ভুঁয়ো প্রমাণিত করেছি।
আমাদের সব রকম অনুসন্ধানের পর আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়াতে ডঃ তামান্না তাবাসুম বা ডঃ রাজিয়া সিদ্দিকী নাম দিয়ে যে মহিলার ছবিকে ভাইরাল করা হচ্ছে তিনি আসলে বাংলাদেশের অভিজ্ঞ কার্ডিওলজিস্ট ডঃ রায়ান আনিস।
ব্যবহৃত টুলস :
- Google reverse image search
- Media report
- YouTube video.
ফলাফল: ভ্রান্তিমূলক Misleading
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )