Claim
প্রয়াণের আগে, দিল্লির এইমস হাসপাতালে শায়িত অবস্থায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষ ছবি।

Fact
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যা যে, ২০২১ সালের ১৪ অক্টোবর একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল Web Dunia নামের একটি ওয়েবসাইটে। সেখান থেকে জানা যায়, জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে তৎকলীন সময়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

একই সময়ে Zee News-এর ওয়েবসাইট ও Hindustan Times-এর ইউটিউবে ছবি-সহ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সুতরাং এখন এটা স্পষ্ট যে, মনমোহন সিংয়ের শেষ ছবি দাবি করে যা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, সেটি ২০২১ সালের পুরনো ছবি।
Result: Partly False
Sources
Report by Web Dunia, Dated October 14, 2021
Report by Zee News, Dated October 14, 2021
Report by Hindustan Times, Dated October 14, 2021
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।