Claim 1
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে গত সপ্তাহে এবং সেই আবহে ফেসবুকে বলিউড কিং খান শাহরুখের একটি ভিডিও কয়েকটি প্রোফাইল থেকে শেয়ার হয়েছে যেখানে শাহরুখকে বলতে শোনা যাচ্ছে – ‘মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও উপস্থিত সকল সম্মানিত অতিথি ও সকল বন্ধুগণকে আমার নমস্কার’ .

এই ভিডিওটিতে দেখা যাচ্ছে মঞ্চে উপস্থিত রয়েছেন সম্পূর্ণ বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ী, অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। এর সামনে বঙ্গের মুখ্যমন্ত্রীকে সম্বোধন করে বাংলায় নিজের বক্তব্য রাখছেন কিং খান।
Fact
কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর আবহে ফেসবুকে ছড়ালো কিং খানের পুরোনো ভিডিও। ২৮তম KIFF এর আবহে বছর কয়েক পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে অমিতাভ ও জয়া বচ্চনের সাথে তাদের পুত্র ও পুত্রবধূকেও দেখা যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক অনুষ্ঠানটিতে শুধু অমিতাভ ও জয়া বচ্চন উপস্থিত ছিলেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে গায়ে শাল জড়ানো। কিন্তু ভাইরাল ভিডিওতে মুখ্যমন্ত্রীকে নীল পাড় সাদা শাড়িতে দেখা যাচ্ছে। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর সম্পূর্ণ ভিডিওটি আমরা মুখ্যমন্ত্রীর ফেসবুক থেকে ও KIFF এর ফেসবুক থেকে পেয়েছি।
যে ভিডিওটি এই বছরের আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর নামে ছড়িয়েছে তা ২০১৪ সালের। গুগলে ‘KIFF’ ‘Abhishek Bachchan’ এই ধরণের কীওয়ার্ড দ্বারা খোঁজার পর Firstpost এর ২০১৪ সালের ১১ই নভেম্বরের রিপোর্ট পাই। এই রিপোর্টে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর ছবি রয়েছে। কিছু ছবিতে মুখ্যমন্ত্রীকে নীল পাড় সাদা শাড়িতে দেখা যাচ্ছে, বচ্চন পরিবারেরও সকলকে, এসআরকের ছবিও রয়েছে। জানিয়ে রাখি এই ছবিগুলোর সাথে ভাইরাল ভিডিওটিতে মুখ্যমন্ত্রী, জয়া বচ্চনের পরিবারের সকলের বেশভুষার মিল রয়েছে।

অর্থাৎ দেখা যাচ্ছে, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর আবহে ২০১৪ সালের ২০তম KIFFএর অনুষ্ঠানে SRK ভিডিও ছড়িয়েছে।
Result : Partly False
Our Sources
First Post report published on 14th Nov 2014
KIFF Facebook post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।