Tuesday, April 29, 2025
বাংলা

Fact Check

কৃষকদের উপর লাঠি চালানোর জন্য চোখের জল পড়েনি পুলিশদের, অপ্রাসঙ্গিক ভিডিও ট্র্যাক্টর মার্চের আবহে ভাইরাল

Written By Paromita Das
Feb 2, 2021
banner_image

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ক্রন্দনরত কিছু পুলিশকর্মীদের দেখা যাচ্ছে। পরিস্থিতি কি তা সাংবাদিক এক কর্মীকে জিজ্ঞাসা করাতে তিনি  ক্যামেরার সামনে কেঁদে ফেলেন এবং হাত জোর করে বলতে থাকেন, প্রয়োজন নেই আমাদের এই চাকরির,  লাঠি চার্জ করিয়ে দিলো,আমরা অনেক কাজ করেছি আর দরকার নেই এই চাকরির। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন চাকরি থেকে বরখাস্ত করা হোক আর এই নৃশংসতা বন্ধ হোক। 

https://www.facebook.com/mohammed.aminuddin.148/videos/259763942408580
https://www.facebook.com/alamgir.khan.3133719/videos/2896957303870410

 অনেকেই ভিডিওটি ২৬শে জানুয়ারির সাথে সম্পর্কিত কিনা তা না জেনেই ফেসবুকে শেয়ার করেছেন। 

Screenshot of Facebook search

Fact -check/ Verification 

লাঠি চার্জের জন্য পুলিশকর্মীদের চোখের জল ফেলার ভিডিও প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লীর লালকেল্লায়  ট্র্যাক্টর মার্চের নয়, ২০২০ সালের ঝাড়খণ্ডের ভিডিও। যদিও গুগলে খোঁজার পর এই ভিডিওটির সম্পর্কে কোনো সূত্র পেতে আমরা অসমর্থ হলে…

… ভিডিওতে চ্যানেলের যে নাম রয়েছে The Followup , সেই নাম লিখে ইউটুবে খোঁজার পর আমরা এর আসল ভিডিওটি পাই যা ইউটুবে ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকেই রয়েছে। ঘটনাটি ঝাড়খণ্ডের রাঁচি জেলার মোরাদাবাদী ময়দানে সহকারী পুলিশদের বিক্ষোভের।

Prabhat Khabar, Navbharat Times এর রিপোর্ট অনুযায়ী ১২ই সেপ্টেম্বর থেকে অস্থায়ী পুলিশকর্মীরা স্থায়ী পদের দাবিতে আন্দোলন শুরু করেছিল, শুক্রবার মোরাদাবাদী ময়দান অঞ্চলে জমায়েত হয় তখন শুরু হয় স্থায়ী পদে কর্মরত পুলিশদের সাথে হাতাহাতি। আন্দোলকারীদের রুখতে শুরু হয় কাঁদানে গ্যাস, লাঠি চার্জ এবং এর ফলে ঘায়েল হয় প্রায় ৩০ জনের মতো বিক্ষোভকারী। তাদের উদ্দেশ্য ছিল রাঁচির রাজ্ ভবন ঘেরাও করে রাখা যাতে সরকার তাদের অনুরোদের দিকে দৃষ্টিপাত করে তাদের স্থায়ীপদ দেয় । ২০১৭ সালে তৎকালীন বিজেপির রঘুবর দাসের সরকার ঝাড়খণ্ডের নকশাল প্রভাবিত ১২টি অঞ্চল থেকে প্রায় ২৫০০ যুবক-যুবকদের পুলিশ সহকারী পদের ১০,০০০ টাকার বিনিময়ে আসীন করে এবং আশ্বাস দেয় হয় যে তিন বছর পর তাদের পদ স্থায়ী করা হবে। কিন্তু সরকারের কথা মতো কোনো কাজ না হওয়ায় ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয় আন্দোলন। 

Screenshot of Prabhat Khabar

এই ঘটনাকে নিয়ে আমাদের অনুসন্ধানের দ্বারা পাওয়া ANI, The TelegraphJagran এর রিপোর্ট নিম্নে দেওয়া হলো।

Screenshot of The Telegraph

Conclusion 

রাঁচিতে সহকারী পুলিশদের স্থায়ী পদের দাবিতে ঝাড়খন্ড পুলিশের সাথে খন্ড যুদ্ধ, লাঠি চার্জের ভিডিও ২৬শে জানুয়ারী দিল্লীর লালকেল্লায় ট্র্যাক্টর র‍্যালির নামে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো। 

Result – Misplaced context

Our sources

ANI – https://twitter.com/ANI/status/1306926464651022338

https://www.aninews.in/news/national/general-news/police-lathi-charge-after-clash-with-protesting-assistant-police-personnel-in-ranchi20200918221102/

The Telegraph – https://www.telegraphindia.com/jharkhand/many-protesters-injured-after-clash-with-police-at-morabadi/cid/1792454

Jagran – https://www.jagran.com/jharkhand/ranchi-police-release-tear-gas-on-assistant-police-personnel-agitated-in-morabadi-20763070.html

Prabhat Khabar – https://www.prabhatkhabar.com/state/jharkhand/ranchi/sarkari-naukri-2020-assistant-police-of-jharkhand-lathi-charge-at-sahayak-policekarmi-tear-shell-fired-ranchi-morabadi-ground-jharkhand-police-prt

Navbharat Times – https://navbharattimes.indiatimes.com/state/jharkhand/ranchi/protesters-contracted-assistant-policemen-became-furious-in-ranchi-broke-barricading-many-injured-in-lathicharge/videoshow/78188563.cms

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,946

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।