সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ক্রন্দনরত কিছু পুলিশকর্মীদের দেখা যাচ্ছে। পরিস্থিতি কি তা সাংবাদিক এক কর্মীকে জিজ্ঞাসা করাতে তিনি ক্যামেরার সামনে কেঁদে ফেলেন এবং হাত জোর করে বলতে থাকেন, প্রয়োজন নেই আমাদের এই চাকরির, লাঠি চার্জ করিয়ে দিলো,আমরা অনেক কাজ করেছি আর দরকার নেই এই চাকরির। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন চাকরি থেকে বরখাস্ত করা হোক আর এই নৃশংসতা বন্ধ হোক।
অনেকেই ভিডিওটি ২৬শে জানুয়ারির সাথে সম্পর্কিত কিনা তা না জেনেই ফেসবুকে শেয়ার করেছেন।


Fact -check/ Verification
লাঠি চার্জের জন্য পুলিশকর্মীদের চোখের জল ফেলার ভিডিও প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লীর লালকেল্লায় ট্র্যাক্টর মার্চের নয়, ২০২০ সালের ঝাড়খণ্ডের ভিডিও। যদিও গুগলে খোঁজার পর এই ভিডিওটির সম্পর্কে কোনো সূত্র পেতে আমরা অসমর্থ হলে…

… ভিডিওতে চ্যানেলের যে নাম রয়েছে The Followup , সেই নাম লিখে ইউটুবে খোঁজার পর আমরা এর আসল ভিডিওটি পাই যা ইউটুবে ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকেই রয়েছে। ঘটনাটি ঝাড়খণ্ডের রাঁচি জেলার মোরাদাবাদী ময়দানে সহকারী পুলিশদের বিক্ষোভের।
Prabhat Khabar, Navbharat Times এর রিপোর্ট অনুযায়ী ১২ই সেপ্টেম্বর থেকে অস্থায়ী পুলিশকর্মীরা স্থায়ী পদের দাবিতে আন্দোলন শুরু করেছিল, শুক্রবার মোরাদাবাদী ময়দান অঞ্চলে জমায়েত হয় তখন শুরু হয় স্থায়ী পদে কর্মরত পুলিশদের সাথে হাতাহাতি। আন্দোলকারীদের রুখতে শুরু হয় কাঁদানে গ্যাস, লাঠি চার্জ এবং এর ফলে ঘায়েল হয় প্রায় ৩০ জনের মতো বিক্ষোভকারী। তাদের উদ্দেশ্য ছিল রাঁচির রাজ্ ভবন ঘেরাও করে রাখা যাতে সরকার তাদের অনুরোদের দিকে দৃষ্টিপাত করে তাদের স্থায়ীপদ দেয় । ২০১৭ সালে তৎকালীন বিজেপির রঘুবর দাসের সরকার ঝাড়খণ্ডের নকশাল প্রভাবিত ১২টি অঞ্চল থেকে প্রায় ২৫০০ যুবক-যুবকদের পুলিশ সহকারী পদের ১০,০০০ টাকার বিনিময়ে আসীন করে এবং আশ্বাস দেয় হয় যে তিন বছর পর তাদের পদ স্থায়ী করা হবে। কিন্তু সরকারের কথা মতো কোনো কাজ না হওয়ায় ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয় আন্দোলন।

এই ঘটনাকে নিয়ে আমাদের অনুসন্ধানের দ্বারা পাওয়া ANI, The Telegraph ও Jagran এর রিপোর্ট নিম্নে দেওয়া হলো।

Conclusion
রাঁচিতে সহকারী পুলিশদের স্থায়ী পদের দাবিতে ঝাড়খন্ড পুলিশের সাথে খন্ড যুদ্ধ, লাঠি চার্জের ভিডিও ২৬শে জানুয়ারী দিল্লীর লালকেল্লায় ট্র্যাক্টর র্যালির নামে সোশ্যাল মিডিয়াতে ছড়ালো।
Result – Misplaced context
Our sources
ANI – https://twitter.com/ANI/status/1306926464651022338
The Telegraph – https://www.telegraphindia.com/jharkhand/many-protesters-injured-after-clash-with-police-at-morabadi/cid/1792454
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।