Sunday, April 27, 2025
বাংলা

Fact Check

Fact Check: পাসপোর্ট ছাড়া ভারতে-প্রবেশ হাসিনার? না, ভাইরাল দাবি ও ভিডিয়ো দুটোই ভুয়ো

Written By Tanujit Das, Edited By Chayan Kundu
Jan 24, 2025
banner_image

Claim: পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অভিযোগে সংসদে আপ সাংসদ সঞ্জয় সিংয়ের প্রশ্নের মুখে পড়েছেন কেন্দ্রীয় সরকার। 

Fact: পাসপোর্ট ছাড়া হাসিনার ভারতে প্রবেশের দাবি এবং ভাইরাল ভিডিয়োটি ভুয়ো।

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, বিনা পাসপোর্টে সীমান্ত অতিক্রম করে  বাংলাদেশে থেকে ভারতে যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। সংসদে দাঁড়িয়ে যখন তিনি চাঁচাছোলা ভাষায় কেন্দ্রকে আক্রমণ করছেন, তখন কার্যত মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী থেকে অর্থমন্ত্রীরা।

৪২ সেকেন্ডের ওই ভাইরাল ক্লিপটিতে সঞ্জয় সিংকে বলতে শোনা যাচ্ছে, “এখানে কি ট্রাম্পের সরকার রয়েছে? নাকি ওবামার? দশ বছর ধরে এখানে কার সরকার রয়েছে? দশ বছর ধরে এখানে মহামানবের সরকার রয়েছে। আমি সেই মানবকে জিজ্ঞেস করতে চাই, নরেন্দ্র মোদি-অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, সীমান্তের সুরক্ষা কাদের দায়িত্বে? অমিত শাহের দায়িত্বে। বাংলাদেশের সীমান্ত কাদের সঙ্গে রয়েছে? অসমের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে ও পশ্চিমবঙ্গের সঙ্গে। তাহলে বাংলাদেশিরা ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশ পাড় করে দিল্লিতে কীভাবে আসছে? আপনারা ও আপনাদের সরকার কি ঘাস কাটছে?” ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে অনেকেই লিখেছেন, “পাসপোর্ট ছাড়া শেখ হাসিনা দিল্লী পৌঁছাতে পারলো কিভাবে, কোন আইনে….?——- মোদীকে ভারতীয় পার্লামেন্টে প্রশ্ন….???”

Fact Check/ Verification

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর, সংবিধানের ৭৫তম বর্ষ উপলক্ষে সংসদে আয়োজিত আলোচনায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছিলেন সঞ্জয় সিং। Sansad TV-তে আপলোড হওয়া, ৪২ মিনিট দীর্ঘ একটি ভাষণের ভিডিয়োর সাড়ে ২২ মিনিটের মাথায় আপ সাংসদের ভাইরাল ক্লিপটি খুঁজে পাওয়া যায়। তবে গোটা ভাষণে কোনও, তিনি শেখ হাসিনার ভারতে প্রবেশ নিয়ে কোনও মন্তব্য করেননি।

Business Standard-এর একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, ৮ জানুয়ারি শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছিল বর্তমান বাংলাদেশ সরকার। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে গত অগস্ট মাসে বৈধ পাসপোর্ট নিয়েই ভারতে এসেছিলেন শেখ হাসিনা। 

প্রসঙ্গত, ১৩ জানুয়ারি Jagran ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেছিলেন সঞ্জয় সিং। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘বাংলাদেশি ও রোহিঙ্গাদের নেত্রী’ বলেও আখ্যা দিয়েছিলেন তিনি।

Conclusion

অতএব, পাসপোর্ট ছাড়া হাসিনার ভারতে প্রবেশের দাবি এবং ভাইরাল ভিডিয়োটি ভুয়ো।

Result: Missing Context

Sources
Video by Sansad TV, Dated December 17, 2024
Report by Business Standard, Dated January 8, 2025

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,944

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।