Claim
গুরু পূর্ণিমায় ফেসবুকে পার্থ চ্যাটার্জীর উদ্দেশ্যে পোস্ট করেছেন অর্পিতা মুখার্জী এই দাবি সমেত ১৩ই জুলাইয়ে গুরু পূর্ণিমা উপলক্ষে অর্পিতা মুখার্জীর করা একটি ফেসবুক পোস্টের ছবি ভাইরাল হয়েছে। ফেসবুকে পার্থ চ্যাটার্জীর ছবি রয়েছে এবং সাথে লেখা রয়েছে ‘শুধু অক্ষর জ্ঞানই নয়,গুরু শিখিয়েছেন জীবন জ্ঞান,গুরুমন্ত্রকে আত্তীকরণ করা
সাগর পেরিয়ে যাও।শুভ গুরু পূর্ণিমা’ .ভাইরাল ছবিটি বিজেপি যুবনেতা তরুণ জ্যোতি তেওয়ারির সাথে আরো অনেক ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেছেন।

Fact
এসএসসি দুর্নীতিতে যুক্ত থাকার জন্য ED গ্রেপ্তার হয়েছেন পার্থ চ্যাটার্জী। ওনার ঘনিষ্ট অর্পিতা মুখার্জীর বাড়ি থেকে ২০ কোটি নগদ টাকা, ও প্রায় ৮০ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে বলে EDর তরফ থেকে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়াতে অর্পিতার কিছু ফেসবুক পোস্ট, ভিডিও ভাইরাল হয়েছে এবং গুরু পূর্ণিমার পোস্ট যেখানে দেখা যাচ্ছে পার্থ চ্যাটার্জীর প্রতি শ্রদ্ধা অর্পণ করেছেন তিনি।
পোস্টটির সত্যতা জানতে পারি যখন আমরা অর্পিতা মুখার্জীর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল দেখি। ১৩ই জুলাই গুরু পূর্ণিমার দিন তিনি রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জীর ছবি পোস্ট করেননি, বরং একটি হাতের ছবি পোস্ট করেছেন ওনার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

লাল রঙের একটি হাতের ছবি যার মধ্যিখানে কল্কা করা এবং সাথে ইংরেজিতে লেখা ‘Guru Purnima’ .এখানে কোথাও পার্থ চ্যাটার্জীর ছবি ব্যবহার করেননি অর্পিতা মুখার্জী। আসল ছবিটি দেখেই বোঝা যাচ্ছে ভাইরাল ছবিটিকে এডিট করা হয়েছে।
আমাদের অনুসন্ধানের মাধ্যমে জানতে পারি যে গুরু পূর্ণিমায় ফেসবুকে পার্থ চ্যাটার্জীর উদ্দেশ্যে পোস্ট করেছেন অর্পিতা এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে সম্পাদিত করা।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।