ফেসবুকে ও টুইটারে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে বাংলার ওয়েব সিরিজের জনপ্রয় চরিত্র মন্টু পাইলটে অভিনয় করা সৌরভ দাসকে নিয়ে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সৌরভ একটি মেয়েকে জাপ্টে ধরে ওনার সামনে দাঁড়ানো যুবক-যুবতীদের সাথে কথা বলেছেন। এই ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে – যে রাজনৌতিক দলের প্রধান একজন মহিলা সেই তৃণমূলে সদ্য যোগদান করা এই অভিনেতা মহিলাদের কি ভাবে সম্মান করে দেখুন।
Fact check / Verification
যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে সৌরভের জন্মদিনের ভিডিও এবং যে মেয়েটিকে ওনার পাশে দেখা গেছে, মেয়েটি সৌরভের বোন। সৌরভের ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে আমরা এই ভাইরাল ভিডিওর সম্পূর্ণ ভিডিওটি পাই। ২১শে জানুয়ারী ওনার জন্মদিনে উপস্থিত ছিলেন ওনার বাবা ও বোন। আর সাথে ছিল সৌরভের কিছু অনুরাগী। সবাইকে সাদরে আলিঙ্গন করেন, গ্রহণ করেন অনুরাগীদের থেকে পাওয়া জন্মদিনের শুভেচ্ছা। ভাইরাল ভিডিওতে যে মেয়েটি সৌরভের পাশে দাঁড়ানো ছিল সে আসলে সৌরভের বোন। তিনি ও সৌরভের বাবা জন্মদিনের দিন সৌরভের সাথে দেখা করেন, দাদাকে দেখে যথারীতি কেঁদে ফেলেন বোন। সৌরভকেও ওনার বোনকে জড়িয়ে ধরে স্নেহ করতে দেখা গেছে।
ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটি আপলোড করে তিনি লিখেছেন – ছোট ছবি দেখলে, এবার বড়োটা দেখো। এর সাথে তিনি আরো লিখেছেন এই বছরের জন্মদিন তার কাছে সবচেয়ে সেরা কারণ ওনার বাবা ও বোন এসেছিলেন ওনার বিশেষ দিনে। অনুরাগীদের ভালোবাসা ও পরিবারের উপস্থিতির সাথে সেরা জন্মদিন কাটান সৌরভ দাস।
ফেসবুকে Die Hard Fan’s Of Saurav Das নামের সৌরভের ফ্যান পেজ থেকে ২১শে জানুয়ারী ওনার জন্মদিনে তোলা একটি ছবি পাই যেখানে ওনার বোন, বাবাকে পাশে নিয়ে ভক্তদের সাথে ছবি তুলেছেন।
Conclusion
সদ্য তৃণমূল কংগ্রেসের যোগদান করা বাংলা ওয়েব সিরিজ ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে ওনাকে একটি মেয়েকে জড়িয়ে ধরে থাকতে দেখা যাচ্ছে। বিভ্রান্তিকর দাবি করা হয়েছে এই ভিডিওটি নিয়ে কিন্তু আসল সত্যি হলো মেয়েটি ওনার বোন যিনি সৌরভের জন্মদিনের দিন ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন।
Result – Misleading
Our sources
Saurav Das Facebook & Instagram post – https://www.instagram.com/p/CKW1oxmhTXr/ https://www.facebook.com/iamsaaurav/videos/514916182808884
Saurav Das fan page post – https://www.facebook.com/DHFOSD/photos/a.100256801927279/129925732293719/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।