কিছুদিন ধরে ফেসবুকে একটি ব্রিজের ছবি ভাইরাল হচ্ছে যাকে বলা হচ্ছে আগরতলা স্মার্টসিটির ব্রিজ। ছবিতে দেখা যাচ্ছে চতুর্ভুজাকারেরে ব্রিজটির চারদিকে রয়েছে সিঁড়ি এবং রাস্তার মাঝখানে অবস্থিত এই ব্রিজের নিচ দিয়ে রয়েছে যান চলাচলের রাস্তা। ব্রিজের সিঁড়ি দিয়ে কিছু পথযাত্রীকে উপরে উঠতে দেখা যাচ্ছে কেউ কেউ আবার ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে।



Fact check / Verification
আগরতলা স্মার্টসিটির নামে যে ব্রিজের ছবিটি ছড়িয়েছে সেটি সত্যিই আগরতলার কিনা জানার জন্য আমরা প্রথমে ছবিটির রিভার্স ইমেজ করি। Pedestrian bridge in Kunming, China লেখা সমেত আমরা কিছু লিংক পাই। চীনের ইউনান প্রদেশের কুনমিং এর ছবি। চীনের কুনমিং অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন স্মার্ট শহর যেখানে সব থেকে বেশি ছাত্রছাত্রীরা বসবাস করে। নাতিশীতোষ্ণ জলবায়ুর এই প্রদেশেই রয়েছে পথচারীদের জন্য তৈরি রি ব্রিজ যা ফেসবুকে আগরতলা স্মার্টসিটির নামে ছড়িয়েছে।


আগরতলা স্মার্টসিটির নামে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো চীনের ছবি
ইনস্টাগ্রাম ছাড়াও আমরা WIKIMEDIA COMMONS থেকেও এই ব্রিজের ছবিটি পাই যেটি তোলা হয়েছিল ২০০৯ সালে।

আগরতলা স্মার্টসিটির নামে যে ব্রিজের ছবিটির ফেসবুকে শেয়ার করা হচ্ছে, ছবিটিকে ভালো করে দেখলে ব্রিজের গায়ে চীনা ভাষায় লেখা বোর্ড দেখা যাচ্ছে এবং সাথে কমুনিস্ট চীনের জাতীয় পতাকাও চোখে পড়বে।

শুধু আগরতলা নয় এই ব্রিজের ছবিকে ২০২১ সালে বান্ডেগায়া উগান্ডার পথচারীদের ব্রিজের নামেও ফেসবুকে পোস্ট করা হয়েছিল।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে আগরতলা স্মার্টসিটির নামে যে ব্রিজের ছবিটি ছড়িয়েছে তা আসলে চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরের পথচারীদের জন্য বানানো ব্রিজ।
Result : Misleading
Our sources
Instagram – https://www.instagram.com/p/CGUqDTrFZK7/?utm_source=ig_embed&ig_rid=d89d7ca8-f8ab-4532-89b8-5b33ae662443
WIKIMEDIA – https://pesacheck.org/false-this-image-of-a-pedestrian-bridge-was-taken-in-china-not-uganda-9a3d3807906a
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।