Sunday, March 30, 2025
বাংলা

Fact Check

Fact Check: হাতির শুঁড়ে সিংহশাবকের ভাইরাল ছবিটি সম্পাদিত

Written By Paromita Das, Edited By Chayan Kundu
Jun 2, 2023
banner_image

Claim

প্রখর রোদে সিংহ শাবকটি চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ায় তাকে নিজের শুঁড়ে তুলে নেয় একটি হাতি। ছবিটি সাভানায় তোলা হয়েছে।  

ফেসবুক ও হোয়াট্সঅ্যাপে ছবিটি ভাইরাল হয়েছে। 

হাতি image 1

Fact

তপ্ত রোদে ক্লান্ত সিংহ শাবককে নিজের শুঁড়ে নিয়ে চলছে হাতি – ভাইরাল এই ছবিটি প্রকৃতপক্ষে এডিট করা।

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ করার পর আমরা তেমন কোনো উল্লেখযোগ্য তথ্য পাইনি। Yandex এ যদিও আমরা কিছু লিংক পাই যেখানে হাতির ছবি রয়েছে, কিন্তু সাথে কোনো সিংহী বা সিংহ শাবককে দেখা যাচ্ছে না। রাশিয়ান ভাষার ছোট বাচ্চাদের বইয়ের একটি পিডিএফ পাই। The World around 1 class ‘School of Russia’ এর বইতে পৃথিবীর জীবজন্তুদের ছবি তাদের দৈহিক বৈশিষ্টের সম্পর্কে বলা হয়েছে। এই বইতে নানা ধরণের হাতির ছবি রয়েছে যার মধ্যে ২৩নম্বর স্লাইডে দুটি হাতির ছবি রয়েছে। জানিয়ে রাখি এখানে আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হাতির ছবিটি পাই। 

হাতি image 2

গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর বেশকিছু পুরোনো টুইট পাই যেখানে এই একই ছবি একই দাবিতে ছড়িয়েছিলো। এই সূত্রধরে গুগলে আমরা সিংহী ও শাবকের ছবির অনুসন্ধান করি। সিংহীর ছবিটি londolozi এখানে রয়েছে। শাবকের ছবিটি অস্ট্রেলিয়ার Werribee Open Range Zoo এর। 

হাতি image 3

এই সম্পাদিত ছবিটি @ossendryver টুইট করেছিলেন ১লা এপ্রিলে, এপ্রিল ফুল করার জন্য। টুইট করে তিনি লিখেছেন গতকাল তিনি ১লা এপ্রিলে জন্য একটি টুইট করেছে যেটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ছয় লক্ষ লোকে দেখেছে। 

অর্থাৎ তপ্ত রোদে ক্লান্ত সিংহ শাবককে নিজের শুঁড়ে নিয়ে চলছে হাতি দাবিটিও ভুল ও ছবিটিও সম্পূর্ণ সম্পাদিত। 

Result – Altered Image 

Our Sources
School Of Russia book
Tweet from 2 April 2018


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,571

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।