Tuesday, April 1, 2025

Fact Check

ইন্ডিয়ান অয়েল ও বিক্রি হয়ে গেলো আদানি গোষ্ঠীর হাতে? ভাইরাল দাবির সত্যতা জানুন

Written By Paromita Das
Feb 19, 2021
banner_image

সোশ্যাল  মিডিয়াতে পুনরায় আদানি গোষ্ঠীকে নিয়ে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে একটি পেট্রল পাম্প দেখা যাচ্ছে যার মাথায় লেখা ‘Indian oil -Adani Gas ‘.

এই ছবিটি শেয়ার করে দাবি করা হয়েছে শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেলেও Indian Oil ও, এটাই হয়তো ভারতের ‘Acche Din’ . কৃষক আন্দোলনের আবহে এর আগেও আদানি গোষ্ঠীকে (Adani Group) নিয়ে কিছু দাবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যার মধ্যে বেশির ভাগ দাবিগুলোই ছিল মিথ্যে। 

Fact -check / Verification 

এই ভাইরাল দাবির খোঁজ করার জন্য আমরা সবার প্রথমে Indian Oil Corporation Limited এর ওয়েবসাইট দেখি। এখানে Joint venture কলামে ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) নামের সাথে রয়েছে আদানি কোম্পানির (Adani Group) নাম। অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের (Indian Oil) সাথে যৌথ উদ্যোগে বিভিন্ন সংস্থা কাজ করেছে ঠিক তেমনি আদানি গোষ্ঠীও(Adani Group) রয়েছে ঐ যৌথ উদ্যোগের তালিকায়। 

এই Joint venture এ আদানি গোষ্ঠী(Adani Group) কবে থেকে যুক্ত হয়েছে যারা জন্য আমরা গুগলে কীওয়ার্ড দ্বারা অনুসন্ধান করার পর EnergyWorld এর ২০১৯ সালের প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানতে পারি ২০১৩ সালেই তৎকালীন কংগ্রেস সরকারের আমলে ইন্ডিয়ান অয়েল(Indian Oil) ও আদানি গ্যাস(Adani Gas) ৫০-৫০ পার্টনারশিপ হয়েছিল। রিপোর্টে বলা হয়েছে IOC ও আদানি গ্যাস(Adani Gas) ৯,৬০০কোটি টাকা লগ্নি করতে চলেছে CNG থেকে শুরু করে অটোমাইল, স্বাভাবিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে ভারতের ১০টি শহরে গৃহস্থালির কাজে পৌঁছানোর জন্য IOC ও আদানি গ্যাস (Adani Gas) লাইসেন্স পেয়েছিল। 

আদানি গ্যাসের(Adani Gas) তরফ থেকে একটি ব্যালান্স সিট পাই যেখানে ২০০১ সাল থেকে ২০২১ পর্যন্ত আদানি গ্যাসের আর্থিক বর্ষের আয়ের একটি বিবরণ দেওয়া হয়েছে। এখানেই ২০১৩ সালে ইন্ডিয়ান অয়েলের (Indian Oil)সাথে পার্টনারশিপে যুক্ত হওয়ার কথা বলা রয়েছে। 

এই পর্যায়ে আমরা ইন্ডিয়ান অয়েলের(Indian Oil) সাথে আদানি গ্যাসের(Adani Gas) সংযুক্তির বিষয়ে আরো বিস্তারিত তথ্য পাওয়ার আশায় অনুসন্ধান করে ভারত সরকারের বাজেটের রিপোর্ট পাই। যেখানে IOC ও আদানি গ্যাসের(Adani Gas) শেয়ারের হিসেবে দেওয়া হয়েছে। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পেট্রল পাম্পে ইন্ডিয়ান অয়েল (Indian Oil)ও আদানি গ্যাসের (Adani Gas)একসাথে নামের ছবিটি শেয়ার করা হয়েছে এই দাবিতে যে ভারত সরকার ইন্ডিয়ান অয়েল(Indian Oil) আদানি গোষ্ঠীর(Adani group) কাছে বিক্রি করা হয়েছে – এটি সঠিক নয়। ২০১৩ সালেই কংগ্রেস সরকারের সময় থেকেই IOC ও আদানি গ্যাস (Adani Gas) ৫০-৫০ পার্টনারশিপে CNG গ্যাস ও পেট্রল পাম্প চালাচ্ছে। 

Result- Misleading

Our sources

Energy World- https://energy.economictimes.indiatimes.com/news/oil-and-gas/ioc-adani-to-invest-rs-9600-cr-in-city-gas-projects/70442893

Indian Oil Corporation Limited- https://iocl.com/AboutUs/GroupCompanies_JVs.aspx

Adani Total Gas- https://www.adanigas.com/-/media/Project/AdaniGas/Investors/Financials/Balance-Sheet-31-March-20.pdf#page=32

Union Budget – https://www.indiabudget.gov.in/doc/Budget_Speech.pdf

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,631

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।