Monday, April 14, 2025
বাংলা

Fact Check

২০২১ এর মাধ্যমিক ,উচ্চমাধ্যমিকের তারিখ ঘোষণা করা হয়েছে? সোশ্যাল মিডিয়াতে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে মিথ্যে খবর

Written By Paromita Das
Dec 1, 2020
banner_image

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার দিন এবং মাধ্যমিকের পরীক্ষার নির্ঘন্ট। বাংলার অন্যতম জনপ্রিয় খবরের চ্যানেল ২৪ ঘন্টার লোগো দেওয়া একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পরিচালক কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ছবি রয়েছে এবং লেখা আছে ২০২১ এর ১৭ই ফেব্রুয়ারিতে মাধ্যমিক ও ১৫ই মার্চ থেকে উচ্চমাধ্যমিক শুরু হবে। 

ইউটুব থেকেও ছাত্র ছাত্রীদের জীবনের সব থেকে বড়ো দুটি পরীক্ষা নিয়ে দেয়া হয়েছে কিছু ভিডিও। কোনো ভিডিওতে এবিপি আনন্দের চ্যানেলের লোগো ও দেখতে পাওয়া যাচ্ছে। 

https://youtu.be/FL8K8T_UX3A

Fact check / Verification 

সোশ্যাল মিডিয়া ও হোয়াট্সঅ্যাপে ভাইরাল হওয়া মাধ্যমিকের পরীক্ষার রুটিন ও উচ্চমাধ্যমিকের তারিখ সম্পূর্ণ ভুয়ো, কারণ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ২০২১ সালের পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং পরীক্ষার রুটিন সংক্রান্ত কোনো তথ্য মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নেই। কল্যাণময় গাঙ্গুলির সাথে যোগাযোগ করার জানতে পারি বাংলার শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এখনই কোনো নির্দেশিকা আসেনি পরীক্ষা নিয়ে ।

শুধু মাত্র করোনার জন্য দশম ও দ্বাদশ শ্রেণীতে প্রত্যেকটি বিষয়ে ৩০-৩৫% সিলেবাস কম করা হয়েছে। নতুন সিলেবাসে কি কি আছে তা এখানে এবং এখানে দেখা যেতে পারে। ২০২১ মাধ্যমিক পরীক্ষার যে রুটিনটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ জাল রুটিন। ২০২০ সালে দশম শ্রেণীর পরীক্ষার রুটিনে EMU নম্বর ৩৫ ছিল, ভাইরাল রুটিনেও সেই সংখ্যা এক। এছাড়াও রুটিনের শেষে কোনো মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃপক্ষের কোনো সাক্ষর নেই। 

ইউটুবে ভিডিওগুলোতে বলা হয়েছে মাধ্যমিক ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে কোথাও বলা হয়েছে জুনের  এবং এখানে এবিপি আনন্দের লোগোর ব্যবহার ও আমরা দেখেছি। কীওয়ার্ড দিয়ে খোঁজার পর এবিপি আনন্দের তরফ থেকে প্রকাশিত বোর্ডের পরীক্ষা নিয়ে ভিডিওটি পাই।  এখানে মাধ্যমিক ফেব্রুয়ারিতে ও উচ্চমাধ্যমিক জুন মাসে হবেই তা নিয়ে পরিষ্কার করে বলা নেই কিছু এবং সর্বোপরি ভিডিওটি ২৩শে সেপ্টেম্বর মাসের। দুর্গাপুজোর পর থেকে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে শিক্ষা পর্ষদ থেকে আসছে বছরের পরীক্ষার জন্য ৩০-৩৫% সিলেবাস কম করার কথা ঘোষণা করেছে। শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর বিদ্যালয় খোলা নিয়ে, সিলেবাস কম করা নিয়ে সাংবাদিক বৈঠকের ভিডিওটি এখানে দেখা যেতে পারে।  

Conclusion

সোশ্যাল মিডিয়া ও হোয়াট্সঅ্যাপে ভাইরাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ২০২১ সালের পরীক্ষার তারিখ ও রুটিন আসলে জাল। পশ্চিমবঙ্গের মধ্য ও উচ্চশিক্ষা পর্ষদ থেকে ২০২১ সালের পরীক্ষার চূড়ান্ত তারিখ বা রুটিন এখনো প্রকাশ করেনি। 

Result – Fake

Our sources

West Bengal Board of Secondary Educationhttps://www.wbbse.org/

West Bengal Council of Higher Secondary Educationhttps://wbchse.nic.in/html/index.html

ABP Anadahttps://www.youtube.com/watch?v=D6ApNXJB6WQ

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,789

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।