ফেসবুকে ভাইরাল পোস্ট, যেখানে বেশ কিছু মহিলার মুখের ছবি দেওয়া হয়েছে। ছবিতে মহিলাদের মুখে, দেহে আগাতের দাগ স্পষ্ট। দাবি করা হয়েছে এই ছবিগুলো ‘লাভ-জিহাদের’ ফল। লাভ জিহাদের চক্করে পরে তাদের এই অবস্থা হয়েছে। নিজের পরিবার, বাবা-মা কে অস্বীকার করে হিন্দু পরিবারের মেয়েরা মুসলিম ছেলেদের ভালোবাসা পাওয়ার জন্য নিজেদের সব ছেড়ে দিতে রাজি থাকে। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রাণ নিয়ে শুরু হয় শঙ্কা।


Fact check / Verification
যে ছবিগুলো ভাইরাল হয়েছে তার সাথে লাভ জিহাদের কোনো সম্পর্ক নেই। ভাইরাল হওয়া ছবিগুলো গুগলে খোঁজার পর আমরা ছবিগুলোর সত্যি জানতে পারি। প্রথম ছবিতে একটি মহিলার দেহের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। এই ছবিটি বাংলাদেশের, নাম সুমাইয়া হাসান।Dhaka Tribune থেকে পাওয়া খবর অনুযায়ী যৌতুকের জন্য শ্বাশুড়ী, স্বশুর ও স্বামীর কাছ থেকে প্রতিনিয়ত অত্যাচারিত হওয়ার পর নিজের ফেসবুকের থেকে একটি হৃদয়বিদারক পোস্ট করে। জানায় তার দুঃখের কথা, যৌতুকের জন্য সুমাইয়াকে মার্ খেতে হতো তার স্বামী জাহিদ হাসান অন্তুর থেকে।


দ্বিতীয় ছবিটি জম্মু কাশ্মীরের ভাদেরওয়াহের্। যার ছবি দেখা যাচ্ছে তার নাম অক্ষয় মালা। পণের জন্য বারংবার চাপ দিতে থাকে শ্বশুর বাড়ির লোকজন, অবশেষে মেয়েটি মুখের উপর গরম চাটু দিয়ে ছ্যাঁকা দেয়। ফেসবুকে তার মুখে ছ্যাঁকার ফলে দাগ হয়ে যাওয়ার ছবি ছড়িয়েছে ।


তিননম্বর ছবির মহিলা বাংলাদেশের। ২০১৫ থেকে এই ছবি রয়েছে ফেসবুকে। যৌতুকের টাকা না পাওয়ার জন্য স্ত্রীর চোখ উপরে নিয়েছিল এই মহিলার স্বামী।


Conclusion
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে লাভ জিহাদের নাম অপ্রাসঙ্গিক কিছু ছবি। যৌতুকের টাকা দিতে না পারার জন্য শ্বশুর বাড়ির লোকজনদের থেকে শারীরিক নির্যাতনের স্বীকার হওয়া মহিলাদের ছবি লাভ জিহাদের প্রসঙ্গে ছড়িয়েছে।
Result – Misplaced context
Our sources
Merinews – https://ftp.merinews.com/newPhotoLanding.jsp?imageID=15742&offset=1
Facebook post – https://www.facebook.com/436889743150098/photos/a.436962529809486/449077748597964/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।