ফেসবুকে সম্প্রতি গাড়ির ট্যাঙ্কে জ্বালানি ভরা নিয়ে ইন্ডিয়ান অয়েলের (Indian Oil Corporation Ltd) একটি পোস্ট ছড়িয়েছে যেখানে লেখা রয়েছে আগামী দিনে তাপমাত্রা আরো ঊর্ধ্বমুখী হবে এই অবস্থায় গাড়ির সর্বোচ্চ সীমা পর্যন্ত তেল ভরাবেন না, এতে ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটতে পারে। অর্ধেক তেল ভরুন এবং ট্যাঙ্কের ভেতরের বাতাস বেরিয়ে যাওয়ার ব্যবস্থা রাখুন।
ফেসবুকে বেশ কিছু পোস্ট পাই আমরা যা এই দাবি সমেত ছড়িয়েছে। পোস্টে ইন্ডিয়ান অয়েলের লোগো দেখা যাচ্ছে এবং গাড়ির ট্যাঙ্কে জ্বালানি ভরা যে নিষেধ বার্তা দেওয়া হয়েছে তা বাংলায়।


একই পোস্ট আমাদের কাছে আমাদের এক পাঠক হোয়াট্সঅ্যাপ (9999499044 ) মারফত পাঠিয়েছেন।

ভারতে তাপমাত্রা ও জ্বালানি তেলের খরচ দুইই ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যে কলকাতা, দিল্লী, উত্তর ও মধ্য প্রদেশ, মহারাষ্ট্র আরো বেশ কিছু রাজ্যের তাপমাত্রা ৪০এর কাছাকছি পৌঁছেছে। এই তাপমাত্রায় যারা রাস্তায় কাজে বের হন তাদের বেশ চড়া রোদ ও গরমের মধ্যে কাজ করতে হয় তা সবারই জানা। গরমের অস্বস্তি এবং জ্বালানি তেলের দাম, এই দুয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে সাধারণ মধ্যবিত্ত পরিবার।
গাড়ির ট্যাঙ্কে জ্বালানি ভরা নিয়ে ইন্ডিয়ান অয়েলের (Indian Oil Corporation Ltd ) যে পোস্টটি ফেসবুকে ছড়িয়েছে তাতে বলা হয়েছে গাড়িতে সর্বোচ্চ সীমা পর্যন্ত তেল ভরার কারণে চলতি সপ্তাহে নাকি ৫টি বিসর্জনের ঘটনা সামনে এসেছে। তাই নিজের ও নিজের পরিবারের খেয়াল রেখে গাড়িতে অর্ধেক তেল ভরান, এমনই উপদেশ দিয়েছে ইন্ডিয়ান অয়েল।
Fact check / Verification
গাড়ির ট্যাঙ্কে জ্বালানি ভরা যে নিষেধ বার্তা দেওয়া হয়েছে তা মূলত বাংলায় লেখা হয়েছে এবং বাংলায় ইন্ডিয়ান অয়েলের (Indian Oil Corporation Ltd) লোগো রয়েছে ,যা সচরাচর দেখা যায় না। এমনকি বাংলায় লেখা ইন্ডিয়ান অয়েল কথাটি নিজের স্থানেও ঠিক মতো নেই।

গাড়ির ট্যাঙ্কে জ্বালানি ভরা নিয়ে ইন্ডিয়ান অয়েলের যে পোস্টটি ছড়িয়েছে তার সত্যতা যাচাই করার জন্য আমার গুগলে কিছু কীওয়ার্ড দ্বারা অনুসন্ধান শুরু করি। এই পর্যায়ে আমাদের সামনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের একটি টুইটার পোস্ট পাই যেখানে এই ধরণের নিশেষ বার্তাকে মিথ্যে বলা হয়েছে।
২০১৯ সালের এই ট্যুইটে বলা হয়েছে ‘ শীত বা গ্রীষ্ম নির্বিশেষে প্রস্তুতকারকের দ্বারা নির্দিষ্ট সীমা (সর্বোচ্চ) পর্যন্ত যানবাহনে জ্বালানি পূরণ করা সম্পূর্ণ নিরাপদ।’ অর্থাৎ কড়া গরম হোক বা শীত, গাড়ির সর্বোচ্চ মাত্রাটা পর্যন্ত তেল ভরাতে কোনো বিপদের কারণ নেই।
ইন্ডিয়ান অয়েলের টুইটার পোস্ট ছাড়াও আমরা ৯ই এপ্রিলের ফেসবুক পোস্ট পাই যেখানে গাড়ির ট্যাঙ্কে জ্বালানি তেল ভরা নিয়ে ভাইরাল হওয়া দাবীটিকে জাল বলা হয়েছে।
গাড়ির ট্যাঙ্কে জ্বালানি ভরা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ইন্ডিয়ান অয়েলের জাল পোস্ট
উপরোক্ত পোস্টটির সত্যতা যাচাই করার সময় আমাদের সামনে ইন্ডিয়ান অয়েলের আরো কিছু পোস্ট সামনে আসে। জানতে পারি এই ধরণের পোস্ট শুধু ২০১৯ বা এই বছরই নয়, ২০১৭ ও ২০২০ সালের ভাইরাল হয়েছিল।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে গাড়ির ট্যাঙ্কে জ্বালানি ভরা নিয়ে ইন্ডিয়ান অয়েলের কর্পোরেশনের যে পোস্টটি ছড়িয়েছে তা জাল।
Result: False/ Fabricated content
Our Sources
Indian Oil Corporation LTD tweet post – https://twitter.com/IndianOilcl/status/1135601622497746944?s=20&t=08fcHZXbYMzfLB017eOejw
Indian Oil Corporation LTD facebook post –
https://www.facebook.com/IndianOilCorpLimited/photos/a.1062351973789771/5347674375257488/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।