Monday, April 28, 2025
বাংলা

Fact Check

রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে কৃষ্ণাঙ্গ একটি বাচ্চার সাথে কথা বলার ছবি বিভ্রান্তিকর দাবি নিয়ে শেয়ার হলো সোশ্যাল মিডিয়াতে

banner_image

নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে নিয়ে একটি ছবি ভাইরাল হয়েছে। হোয়াট্সঅ্যাপের মাধ্যমে সেই ছবি আমাদের কাছে এসেছে যেখানে বাইডেনকে নতজানু হয়ে একটি কৃষ্ণাঙ্গ বাচ্চার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে কয়েক মাস আগে মিনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডকে কয়েকজন পুলিশ মিলে হত্যা করে, সেই জর্জের ছেলের সাথে কথা বলছেন এবং ক্ষমা চাইছেন এই ভাবে তার বাবাকে মারার জন্য। 

ফেসবুকেও এই ছবি একই দাবি নিয়ে ভাইরাল হয়েছে। 

Fact check / Verification 

জো বাইডেন ও কৃষ্ণাঙ্গ বাচ্চাটিকে সোশ্যাল মিডিয়াতে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভুল। ফেসবুক থেকেই এর আসল সূত্র পাই. Getty Image এর তরফের একটি ছবি পাই যেখানে এই বাচ্চাটির নাম C J Brown.  গুগল থেকে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর সম্পূর্ণ তথ্য পাই এই ছবির সম্পর্কে। 

News 18 এর জো বাইডেনকে নিয়ে প্রকাশিত একটি রিপোর্টে এই ছবিটি আমরা পাই। বলা হয়েছে সেপ্টেম্বর মাসে মিশিগানে  রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের সময় Three Thirteen নামের একটি জামা কাপড়ের দোকানে যান তার নাতি-নাতনিদের জন্য কিছু সামগ্রী কেনার জন্য।  এই সময় ওই দোকানের মালিক Clement Brown ও ওনার ছেলে C J Brown এর সাথে সাক্ষাৎ হয় এবং তার ছেলের সাথে সামাজিক দূরত্ব মেনে চলে আলাপ পরিচয়। এছাড়াও Outlookটুইটারেও এই ছবির ব্যবহার আমরা পেয়েছি। 

Conclusion 

জো বাইডেনেই ছবি নিয়ে ফের করা হলো বিভ্রান্তিকর দাবি। সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতি নির্বাচনে মিশিগানে নির্বাচনী প্রচারের সময় একটি জামা কাপড়ের দোকানের মালিকের ছেলে CJ Brown এর সাথে হাঁটু গেড়ে কথা বলার ছবি ভুল দাবি নিয়ে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে। 

Result – False claim

Our sources –

Outlook – https://live.outlookindia.com/photos/topic/us-presidential-campaign/105747?photo-238901

News 18 – https://www.news18.com/photogallery/world/joe-biden-and-his-decades-of-public-life-in-pictures-3065324-21.html

Getty Image –https://www.gettyimages.in/detail/news-photo/wearing-a-face-mask-to-reduce-the-risk-posed-by-the-news-photo/1271608748?adppopup=true

Twitter post – https://twitter.com/bradbeauregardj/status/1304034999528820737

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,944

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।