সম্প্রতি ফেসবুকে তৃণমূলের বনদপ্তর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে তিনি হাত দিয়ে কিছু ইশারা করেছেন। দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকাকালীন চলন্ত সভায় পানীয়ের বোতলের দিকে ইঙ্গিত করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।


Fact check / Verification
সত্যিই কি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) মুখ্যমন্ত্রী থাকা কালীন চলন্ত সভায় পানীয় বোতলের দিকে ইঙ্গিত করেছেন? জানার জন্য আমরা প্রথমে খোজ শুরু করি এই ছবিটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কবেকার। আমরা প্রথমে মুখ্যমন্ত্রীর ফেসবুক প্রোফাইলে গিয়ে খোঁজার চেষ্টা করি সাম্প্রতিকতম কোনো সভা বা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) ও জ্যোতিপ্রিয় মল্লিক একসাথে উপস্থিত ছিলেন। জানা গেছে ১৮ই নভেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে ছিলেন মমতা ব্যানার্জী ও জ্যোতিপ্রিয় মল্লিক। প্রশাসনিক মঞ্চে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, নুসরাত জাহান, সুজিত বসু, জ্যোতিপ্রিয় মল্লিক ও সৌগত রায়।
এই প্রশাসনিক বৈঠকের ভিডিওটিতে ১ঘন্টা ২৯ মিনিটের মাথায় দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিক কারোর দিকে বোতলের ইশারা করেছেন। কিছুক্ষন পর দেখা যায় একজন এসে ওনাকে হাতে একটি জলের বোতল ধরিয়ে দেন। অর্থাৎ জ্যোতিপ্রয় মল্লিক পানীয় বোতল নয়, জলের বোতলের ইশারা করেছিলেন।


প্রশাসনিক সভায় পানীয়ের বোতলের দিকে ইঙ্গিত করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক মিথ্যে দাবি
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ফেসবুক থেকে পাওয়া উত্তর চব্বিশ পরগনার প্রশাসনিক বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিক হাতের ইশারায় জলের বোতলের দিকে ইশারা করেছিলেন। ওনার এই ইশারা করার ভঙ্গিকে মিথ্যে দাবি সমেত ফেসবুকে শেয়ার করা হয়েছে।
Conclusion
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে প্রশাসনিক সভায় পানীয়ের বোতলের দিকে ইঙ্গিত করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই দাবিটি মিথ্যে। তিনি ইশারায় জলের বোতল চেয়েছিলেন।
Result – False content
Our source
CM Mamata Banerjee official Facebook video –
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/3094182534158588/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।