মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আবহে ভাইরাল হয়েছে আমেরিকার উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিসের ছবি। ছবিতে তাকে একটা বড়ো মাংসের টুকরো খেতে দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর আনন্দে বীফে কামড় দিচ্ছেন আঁধা ব্রাহ্মণ কমলা হ্যারিস ।


Fact check / Verification
মার্কিন উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচিত কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের ২০১৯ সালের ছবি সামাজিক গণমাধ্যমে ভুল দাবি নিয়ে ভাইরাল হয়েছে। যে মাংস খাচ্ছেন তা বীফ নয় পর্ক এবং এই ছবির সাথে বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ছবির রিভার্স ইমেজ সার্চ করার পর কমলার টুইট পাই যেখানে তিনি লিখেছেন শেষমেশ আমার পর্ক চপ পেলাম যেখানে তারিখ ১১ই অগাস্ট ২০১৯ সাল।
Daily mail UK, Ricks Eats DC ও MogaznewsEn থেকে প্রকাশিত খবর অনুসারে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের দেস মনিজ আইওয়ার আইওয়া স্টেট মেলায় খাবারের ষ্টল থেকে পর্ক চপ খান। মেলায় উপস্থিত জনগণ ও সাংবাদিকরা কেমন লাগলো মাংসটি খেতে জানার জন্য তাকে প্রশ্ন করে তিনি জানান -খুবই সুস্বাদু ও নরম খেতে।


Conclusion
আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের আবহে ভাইরাল হয়েছে কমলা হ্যারিসের পর্ক খাওয়ার ছবি। তিনি বীফ নয় আইওয়ার মেলায় পর্ক চপ খান, সেই ছবি বিভ্রান্তিকর দাবি নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
Result – Misleading
Our sources
Kamala Harris official tweet – https://twitter.com/KamalaHarris/status/1160619350434492417
Dailymail UK– https://www.dailymail.co.uk/news/article-7344731/Its-good-moist-Kamala-Harris-chows-pork-chops-Iowa-State-Fair.html
Ricks Eats DC – https://rickeatsdc.com/kamala/
MogaznewsEn – https://en.mogaznews.com/World-News/1282511/Its-so-good-And-its-moist-Kamala-Harris-chows-down-on-pork-chops-at-the-.html
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।