Saturday, April 26, 2025
বাংলা

Fact Check

উত্তর প্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার আবহে ভাইরাল হলো অপ্রাসঙ্গিক ছবি

Written By Paromita Das
Oct 8, 2021
banner_image

ফেসবুকে সম্প্রতি উত্তর প্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার আবহে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে পুলিশের গাড়ির পেছনে একটি লাশ শোয়ানো রয়েছে এবং তার উপর পা রেখে বসে আছে এক পুলিশ। ছবিটি পোস্ট করে সাথে ক্যাপশনে লেখা হয়েছে শহীদ কৃষকদের এই ভাবে উঃ প্রঃ পুলিশ সম্মান জানাচ্ছে।

ফেসবুকে Your Muddasar Naim নামের অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে এবং ৪হাজার ৫০০ বার এটি শেয়ার করা হয়েছে।

উত্তর প্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার আবহে image 1
Screenshot taken from Your Muddasar Naim on 8 October
উত্তর প্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার আবহে image 2
Screenshot taken from Ramkrishna Mukharjee on 8 October

Fact Check/Verification

কৃষক আন্দোলন চলা কালীন যোগী রাজ্য উত্তর প্রদেশে ঘটেছে মর্মান্তিক ঘটনা। গাড়ির দ্বারা ধাক্কায় মারা পড়েছে বেশ কিছু আন্দোলনরত কৃষক আর এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশে। এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রকে। এই ঘটনার পর উঃ প্রঃ পুলিশ প্রথমে কোনো পদক্ষেপ না নিলেও চাপে পরে অবশেষে এই ঘটনার জন্য আশীষ মিশ্রকে ডেকে পাঠিয়েছে লখিমপুর পুলিশ

উত্তর প্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার আবহে ভাইরাল ছবিটি ২০১৮ সালের যা ফের বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে

রিভার্স ইমেজ করার পর আমরা প্রথমে ফেসবুকের একটি লিংক পাই যেখানে এই ছবিটি ২০১৮ সালে পোস্ট করা হয়েছিল। এর পর হিন্দি কীওয়ার্ড দ্বারা গুগলে খোঁজার পর আমরা Amar UjalaHindustansamachar এর লিংক পাই।

২০১৮ সালের উত্তর প্রদেশের কোশাম্বীর চন্দ্রপুর নামক স্থানে এক সাথে দুটি হত্যাকান্ড ঘটে। এরপর পুলিশ গ্রামে এসে মৃতদেহ তুলে নিয়েযাবার সময় পুলিশের জিপের পেছনে রাখা একটি মৃতদেহের উপর পা রেখে পোস্টমর্টেমের উদ্দেশে নিয়ে যায়। আরও জানা গেছে এই সময় গাড়ির সামনে এক কিশোর এসে পড়াতে তাকেও নাকি বেধড়ক মারা হয়। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই কনস্টেবেলকে শাস্তিও দিয়েছে।

উত্তর প্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার আবহে image 3
Hindustansamachar news

Conclusion


আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে উত্তর প্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার আবহে ফেসবুকে ভাইরাল হয়েছে অপ্রাসঙ্গিক ছবি। ২০১৮ সালে উঃ প্রঃ কোশাম্বীতে পুলিশ কনস্টেবলের মৃতদেহের উপর পা রাখার ছবিটি বর্তমানে কৃষক আন্দোলনের নামে ছড়িয়েছে।

Result- Misleading

Our Sources

Hindustansamachar: https://www.livehindustansamachar.com/livehindustansamachar-19431-79-shameful-kaushambi-police-went-to-pm-by-hanging-on-the-body-of-a-dead-body.html

Amar Ujala: https://www.amarujala.com/uttar-pradesh/kaushambi/81534534716-kaushambi-news


কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,924

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।