Saturday, April 26, 2025
বাংলা

Fact Check

Fact Check: মণিপুরের বিজেপি উপ-সভাপতি ও ওনার ছেলের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল 

Written By Shubham Singh, Translated By Paromita Das, Edited By Chayan Kundu
Jul 28, 2023
banner_image

Claim: মণিপুরে যে দুজন যুবতীকে নগ্ন অবস্থায় প্যারেড করানো হয়েছিল সেই কাণ্ডে আরএসএসের কর্মীরাও ছিল 
Fact: যে দাবি করা হচ্ছে সেটি ভুল, যে ছবিটি ভাইরাল হয়েছে তা বিজেপির উপ-সভাপতির ছবি 

মণিপুরের মে মাসে দুই যুবতীকে নগ্ন করে প্যারেডের ভিডিও ভাইরাল হয়েছে। একদল পুরুষ সেইদুটি মেয়েকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে এবং ভিডিওতে বন্দি করা হয়েছে সেই মুহূর্ত। ভিডিওটি ভাইরাল হতেই মণিপুর থেকে সারা দেশ তোলপাড় করে, নেতা মন্ত্রী সংসদ ভবনেও সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। মণিপুরের অশান্তির আবহে একটি ছবি ভাইরাল হয়েছে, যার সাথে  দাবি করা হয়েছে নগ্ন যুবতীদের প্যারেড করানোর ঘটনার মূল অপরাধী এই দুজন 

আরএসএসের কর্মী। ভিডিওতে আরএসএসের পোশাকে দুজনকে দেখা যাচ্ছে। 

মণিপুরের বিজেপি উপ-সভাপতি image 1
Courtesy:Twitter@Subhashiniali
Archive link
https://twitter.com/socialistjyoti/status/1683077736234127360?s=20

Fact check/ Verification 

মণিপুরের বিজেপি উপ-সভাপতি ও ওনার ছেলের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল। আরএসএস কর্মীদের ভাইরাল ছবিকে নিয়ে অনুসন্ধানের সময় আমরা কিছু কীওয়ার্ড দিয়ে আমাদের অনুসন্ধান শুরু করি। এই পর্যায়ে মণিপুর পুলিশের একটি টুইট পাই যেখানে এই ভাইরাল ছবির দাবিকে ভুল বলা হয়েছে।

টুইটে মণিপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে – ‘২৩শে জুলাই মণিপুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি রাজনৈতিক দলের উপ-সভাপতি অভিযোগ জানান যে ওনার ও ওনার ছেলের ছবি সোশ্যাল মিডিয়াতে ভুল দাবি সমেত ছড়িয়েছে। ৪ঠা মের ভিডিও যেখানে দুজন মণিপুরী যুবতীকে নগ্ন করে রাস্তায় প্যারেড করাচ্ছে একদল পুরুষ, সেই ঘটনার মূল মাথা হলেন এই দুজন এমন দাবি করে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তাদের ছবি প্রচারিত হয়েছে। এই বিষয়টি সামনে আসার পর জানা গিয়েছে দাবিটি সম্পূর্ণ মিথ্যে এবং এই ধরণের প্ররোচনা মূলক ঘটনা দেশের ও রাজ্যের শাসন ব্যবস্থাকে অসম্মান করে। যারা এই কাণ্ডের পেছনে রয়েছে তাদের অবিলম্বে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে’. 

এই টুইট ছাড়াও আমরা অন্য একটি টুইট পাই, যেখানে বলা হয়েছে যাদের এই ছবিতে দেখা যাচ্ছে তারা মণিপুরের বিজেপি উপ-সভাপতি চিদানন্দন সিংহের ছবি। এইসূত্র ধরে এগিয়ে যাওয়ার পর আমরা চিদানন্দের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট  খুঁজি। ফেসবুকে চিদানন্দের প্রোফাইলে আমরা এই ছবিটি পাই। ২০২২ সালের ১৭ই অক্টোবর তিনি এই ভাইরাল ছবি ছাড়াও আরো বেশকিছু ছবি আপলোড করেছিলেন। ছবির সাথে যে বর্ণনা পাই তা হলো, ইম্ফোলে রাষ্ট্রীয় স্বয়ং সেবকের একটি পদযাত্রা ছিল ১৬ই অক্টোবর। যেখানে তিনি তার ছেলে চৌধুরী শচীনন্দ ও খুড়তুতো ভাই অশোকের সাথে উপস্থিত ছিলেন। 

মণিপুরের বিজেপি উপ-সভাপতি image 2

আমরা চিদানন্দের সাথে যোগাযোগ করলে তিনি জানান ‘মণিপুর পুলিশ ৪ঠা মের ঘটনার মূল অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করার পরেও আমার ছবি সোশ্যাল মিডিয়াতে জেনে বুঝে পোস্ট করা হয়েছে। আমায় বদনাম করার উদ্দেশ্যে ও কুৎসা রটানোর জন্য এই কাজ করা হয়েছে। আমি আরএসএসের কর্মী, আমাকে বদনাম করা মানে আমার দলকে বদনাম করা।’

ওনার ছবিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে দাবি করা হয়েছে তিনি তার বিরুদ্ধে মণিপুর ডিএসপির কাছে অভিযোগ এনে FIR করেছেন। সেই কপি তিনি আমাদের পাঠিয়েছেন। এখানে দেখা যাচ্ছে ভারতীয় বিধি ৫০৫ ১ (সি ) ও ১২০ নম্বরে ধারা অনুসারে তিনি FIR করেছেন। 

মণিপুরের বিজেপি উপ-সভাপতি image 3

জানিয়ে রাখি ৪ই মের ঘটনার সাথে জড়িত মূল ৬জনকে মণিপুর পুলিশ গ্রেপ্তার করেছে। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মণিপুরে অশান্তির আবহে ওই রাজ্যের বিজেপি উপ-সভাপতি ও ওনার ছেলের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল। 

Result – False 

Sources
Tweet by Manipur Police on July 23, 2023
Telephonic Conversation With Chidananda Singh on July 24, 2023
FIR Copy


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,944

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।