Claim
ফেসবুকে ভাইরাল ছবি যেখানে দেখা যাচ্ছে লিও মেসি ভারতীয় ক্রিকেট দলের জার্সি পড়েছেন। ভারতীয় টেস্ট টিমের সাদা জার্সি গায়ে মেসির এই ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের জার্সির লোগো, MPL লেখাটি রয়েছে এবং বুকের কাছে BYJUS লেখা রয়েছে।
ছবিটির সাথে লেখা হয়েছে ‘প্রথমে ভেবেছিলাম ইন্ডিয়ার টেস্ট টিমে জায়গা পেয়েছে’

Fact
লিও মেসি ভারতীয় ক্রিকেট দলের জার্সি পড়েছেন দাবিটির সাথে যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্পাদিত। আসল ছবিটি আমরা পাই মেসির ইনস্টাগ্রাম থেকে। বাচ্চাদের শিক্ষামূলক প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন BYJUS এর পক্ষ থেকে সকলের জন্য শিক্ষা ক্যাম্পাইনের প্রধান মুখ মেসি। নিজের ইনস্টাগ্রাম থেকে BYJUS এর টিশার্ট পড়া সেই ছবি শেয়ার করেছেন মেসি। কিন্তু এখানে ভারতীয় ক্রিকেট দলের জার্সির কোনো লোগো নেই।

মেসির ইনস্টাগ্রাম ছাড়াও আমরা BYJUS এর ইনস্টাগ্রাম থেকে মেসির এই ছবিটি পাই এবং এদের ফেসবুক থেকেও BYJUS এর সাথে একটি সাক্ষাৎকারের ভিডিও পাই।
Hindustan Times এর ১১ই জানুয়ারির একটি রিপোর্ট পাই। ফুটবলের সেরা খেলোয়াড় লিও মেসি ভারতকে নমস্কার জানিয়ে BYJUS এর সকলের জন্য শিক্ষা ক্যাম্পাইনের সাথে যুক্ত হয়েছেন। এখানেও আমরা মেসির BYJUS লেখা টিশার্টের ছবিটি পাই।

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে লিও মেসি ভারতীয় ক্রিকেট দলের জার্সি পড়েছেন – আসলে ছবিটি সম্পাদিত। আসল ছবিতে ভারতীয় ক্রিকেট দলের লোগো নেই।
Result : Altered Photo / Video
Our Sources
Leo Messi’s instagram post
Hindustan Times report of 11 Jan 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।