ফেসবুকে মেদিনীপুরের তৃণমূল উপ-প্রধান নান্টু প্রধানকে কেন্দ্র করে একটি বিশাল বাড়ির ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হয়েছে ভগবানপুরের যে তৃণমূল উপ-প্রধান (Nantu Pradhan) জনরোষে মারা পরে, সে লুঠের টাকায় প্রাসাদের মতো বাড়ি তৈরি করেছে।



Crowdtangle এর ডেটা অনুসারে এখানে দেখা যেতে পারে এই পোস্টটির ইন্টারঅ্যাকশন কত।

Fact check / Verification
ভগবানপুরের তৃণমূল উপ-প্রধান নান্টু প্রধানের বাড়ির নামে যে ছবিটি ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করার সময় আমরা নান্টু প্রধানকে নিয়ে প্রকাশিত কিছু সংবাদ পাই। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের আগে খুন হয় মেদিনীপুরের ভগবানপুরের দাপুটে তৃণমূল নেতা নান্টু প্রধান। জানা গেছে মাছের ভেড়ি নিয়ে গন্ডগোলের জেরে খুন হয়েছিল নান্টু প্রধানের (Natu Pradhan killed)। রাজ্যের তৎকালীন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এই খুনের জন্য দায়ী করেছিলেন বিজেপি ও সিপিএমকে। কারণ ভগবানপুরে নান্টুর রমরমার জন্য কোনো বিরোধীপক্ষ মাথা তোলার সাহস পাইনি।
নান্টু প্রধানের খুন নিয়ে প্রতিবেশীরা জানিয়েছে বেশ কিছু দিন ধরে চাষজমিতে নোনাজল এনে মাছের ভেড়ির বিষয় নিয়ে গন্ডগোল চলছিল।২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে এই ভেড়ি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষ শুরু হয় এবং লাঠির আঘাতে জলাজমির পরে মৃত্যু হয় নান্টুর। আর এই তৃণমূল উপ-প্রধানকে নিয়ে বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে প্রাসাদপ্রমান বাড়ির ছবি যা নান্টু প্রধানের বলে দাবি করা হচ্ছে। তৃণমূল উপ-প্রধান নান্টুর সম্পর্কে কীওয়ার্ড দ্বারা অনুসন্ধানের সময় আমরা আনন্দবাজার পত্রিকার ২০১৮ সালের ২৫শে ফেব্রুয়ারির একটি রিপোর্ট পাই যেখানে ফেসবুকের এই ভাইরাল ছবিটি রয়েছে। বলা হয়েছে নান্টু প্রধান তার মায়ের স্মৃতিতে পূর্ব মেদিনীপুরে ভগবানপুরে ২০১৬ সালে বিএড কলেজ স্থাপিত করে এবং নিজের মায়ের নামে এই কলেজের নাম রাখা হয় আশালতা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট।

ভগবানপুরের তৃণমূল উপ-প্রধান নান্টু প্রধানের বাড়ির নামে বিএড কলেজের ছবি ভাইরাল
বাবা চাঁদহরি প্রধানের হাত ধরেই রাজনৈতিক জীবনে প্রবেশ নান্টুর। যুবক বয়সে পাতকুয়ো মেরামতি, বাঁশের বেড়ার কাজ করত নান্টু এবং সেখান থেকে পঞ্চায়েতের উপপ্রধানের পদ, বেশ রোমাঞ্চকর জীবন ছিল। অবশেষে মাছের ভেড়ি তৈরি করাকে কেন্দ্র করে খুন হয় নান্টু প্রধান।
আনন্দবাজার পত্রিকার সংবাদ ছাড়াও আমরা ভগবানপুরের আশালতা বিএড কলেজে যোগাযোগ করি এবং জানাই যে নিয়ে ফেসবুকে কি দাবি করা হয়েছে , কিন্তু এই বিষয়ে আমরা সঠিক কোনো উত্তর পাইনি।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভগবানপুরের তৃণমূল উপ-প্রধান নান্টু প্রধানের বাড়ির নামে একটি বৃহৎ বাড়ির ছবি ছড়িয়েছে। আসলে এটি নান্টু প্রধানের নির্মিত বিএড কলেজ যা ওনার মায়ের স্মৃতিতে বানানো হয়েছে।
Result : Misleading / Partially False
Our sources
Anandabazar Patrika – https://www.anandabazar.com/west-bengal/tmc-leader-nantu-pradhan-killed-by-miscreants-1.761820
Ashalata Teachers Training Insitute – https://ashalatatti.com/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।