ফেসবুকে সম্প্রতি একটি এঁকেবেঁকে যাওয়া রেললাইনের ছবি বেশ ভাইরাল হয়েছে এবং এর সাথে দাবি করা হয়েছে তীব্র রোদের তাপে রেললাইন বেঁকে গিয়েছে। ফেসবুকে ছবিটি বেশ ভাইরাল হয়েছে, প্রায় ১৩ হাজার লোক পছন্দ করেছে এই ছবিটি। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে বেঁকে যাওয়া রেল লাইনটিকে কিছু কর্মী মিলে সারাই করছে।



Fact check / Verification
তীব্র রোদের তাপে রেললাইন বেঁকে গিয়েছে এই দাবিতে ভাইরাল হওয়া ছবিটির সত্যতা জানার জন্য আমরা ছবিটির রিভার্স ইমেজ করি। এই পর্যায়ে আমরা Indiarailinfo এর একটি ব্লগ পোস্ট পাই যেখানে এই ছবিটি রয়েছে। ২২শে জুলাই ২০১২ সালে এই ছবিটি আপলোড করা হয়েছে এবং সাথে লেখা হয়েছে ক্যান্টারব্যারিতে ভূমিকম্পের কারণে রেললাইনটি এঁকেবেঁকে গিয়েছে। অর্থাৎ ফেসবুকে এই ছবিটিকে পোস্ট করে দাবি করা হয়েছে – তীব্র রোদের তাপে রেললাইন বেঁকে গিয়েছে আসলে ভুল।

এই সূত্র ধরে গুগলে Canterbury Earthquake Zig-Zag Railway কথাটি লিখে খোঁজার পর আমরা Advancing Earth And Space Science নামের একটি ব্লগপোস্ট পাই। ২০১১ সালের এই ব্লগে বলা হয়েছে নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চ-এ রিখটারস্কেলের ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়। ফলে ব্যাপক হাতে ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় নিউজিল্যান্ড বাসীদের।

তীব্র রোদের তাপে রেললাইন বেঁকে গিয়েছে ভুল দাবি
এই ব্লগ পোস্ট ছাড়াও আমরা Kickvick নামের একটি ওয়েবসাইটেও এই বেঁকে যাওয়া রেললাইনের ছবিটি পাই।
New Zealand History নামের ওয়েবসাইট থেকে আমরা ২০১১ সালের এই কম্পনের হইতিহাস পাই। ২০১১ সালের ২২শে ফেব্রুয়ারির দিন মধ্যাহ্ন ভোজনের সময় ক্রিস্টচার্চ ও লিট্টেল্টনে আছড়ে পরে ভূমিকম্প। এর মূল কেন্দ্র ছিল লিট্টেল্টন যা ক্রিস্টচার্চের বাণিজ্য কেন্দ্র থেকে প্রায় কাছেই। দুপুরের খাওয়ারের সময় অনেক লোক রাস্তায় থাকার কারণে ১৮৫জনের মৃত্যু ঘটেছে। এই ভূমিকম্পের ঠিক ছয় মাস আগেই ২০১০ সালের সেপ্টেম্বরে ৭ মাত্রার ভূমিকম্প হয়।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে বেঁকে যাওয়া রেললাইনের ছবির সাথে দাবি – তীব্র রোদের তাপে রেললাইন বেঁকে গিয়েছে, আসলে ভুল। রোদের তাপের কারণে নয়, ভয়ঙ্কর মাত্রার ভূমিকম্পের কারণে নিউজিল্যান্ডের ক্যান্টারব্যারির রেললাইন বেঁকে গিয়েছিলো।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।