Claim
ভিডিওটি মোকা সাইক্লোনের।

Fact
ফেসবুকে বেশকিছু ভিডিও ভাইরাল হয়েছে মোকা সাইক্লোনের আবহে। এর মধ্যে একটি ভিডিওতে আমরা দেখি ধুলোর তীব্র ঝড়ে চুতর্দিক লণ্ডভণ্ড করে ঘূর্ণিঝড় শুরু হয়েছে। এই ভয়ঙ্কর হাওয়ার দাপটে কালো রঙের কিছু একটা উড়ে চলেছে।
এটি মোকা সাইক্লোনের সাথে সম্পর্কিত কিনা জানার জন্য আমরা প্রথমে ভিডিওটির কিফ্রেম বের করে খোঁজা শুরু করি। কিন্তু আশানুরূপ কোনো ফল পাইনি। ইউটিউবে আমরা Cyclone লিখে অনুসন্ধান করায়ও এই ভিডিওটি পাইনি।
Tornedo কথাটি লিখেও খোঁজার পর উল্লেখযোগ্য কিছু পাইনি, কিন্তু এখানে একটি ছোট ভিডিও পাই। Wynnwood, OK 2016 লেখা এই ভিডিওটির কিছু অংশ বলা যেতে পারে এক। এখন থেকে কীওয়ার্ড নিয়ে ইউটিউবে খোঁজার পর ‘ Top 5 TORNADO of ALL TIME: VIOLENT tornado takes out house!!!! : May 9, 2016 Katie, OK Tornado’ এই শীর্ষকের একটি ভিডিও পাই।
ইউটিউবে D.McGowan নামের চ্যানেল থেকে ২০১৬ সালের ১০ই মে মাসে আপলোড করা হয়েছিল। এই ভিডিওটির সাথে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য আমরা খুঁজে পেয়েছি।
আমেরিকার ওকলাহোমার ২০১৬ সালের টর্নেডোর ভিডিও বঙ্গোপসাগরে সদ্য তৈরী হওয়া Mocha সাইক্লোনের নামে পোস্ট করা হয়েছে।
Result: Missing Context
Our Sources
YouTuve Video
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।