(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Hindiতে প্রকাশিত হয়েছিল)
Claim
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে সৌদি আরবের রানী বাণিজ্যিক সফরের এসে চেন্নায়ের একটি মন্দিরে পুজো অর্চনা করেছেন।
Fact
সৌদি আরবের রানী বাণিজ্যিক সফরের এসে চেন্নায়ের একটি মন্দিরে পুজো অর্চনা করেছেন এই দাবিতে শেয়ার হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করার সময় আমরা গুগলে “queen visits chennai temple” কথাটি লিখে অনুসন্ধান শুরু করি। এই পর্যায়ে আমাদের সামনে লক্ষ্মী নারায়ণ গোল্ডেন টেম্পলে,শ্রীপুরমের ইউটুউব চ্যানেল Sripuram TV থেকে ৩রা জুন ২০১৯ সালে পোস্ট করা একটি ভিডিও পাই।

ভিডিওর শীর্ষক থেকে আমরা জানতে পারি সংযুক্ত আরব আমিরশাহীর(UAE) রাজকুমারী হেন্ড-আল-কাশিমি ২২শে ফেব্রুয়ারি ২০১৯ সালে চেন্নাইয়ের শ্রীপুরম মন্দিরে যান এবং পুজো দেন।
এছাড়াও রাজকুমারী হেন্ড-আল-কাশিমি জিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ২০শে মে ২০১৯ সালে ভারতের মন্দির দর্শন করে পুজো দেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেন। যদিও এরপর ওনাকে বেশ কড়া সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল।

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সৌদি আরবের রানী বাণিজ্যিক সফরের এসে চেন্নায়ের একটি মন্দিরে পুজো অর্চনা করেছেন এই দাবিতে শেয়ার হওয়া ভিডিওটি ২০১৯ সালের। ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাজকুমারী।
Result: Partly False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।