সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ধ্বংস হয়ে গেলেও জলের তলে আজও রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর চিহ্ন। এই দাবির সাথে কিছু ছবি দেওয়া হয়েছে যাকে দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ বলা হচ্ছে। এই পোস্টে জলের তোলার কিছু ভগ্নপ্রায় মূর্তির ছবি দেওয়া হয়েছে যেগুলো দ্বারকার বলে দাবি করা হয়েছে।
দ্বারকার ধ্বংসাবশেষ বলে দাবি করে ফেসবুকে ছড়ানো কিছু স্ক্রিনশট এখানে রইলো-


Fact check / Verification
এই ছবিগুলোর আসল উৎস কি, তারা কি আদৌ দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ কিনা জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি। নিম্নে জলের তলায় আজও রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর চিহ্ন এই দাবিতে শেয়ার হওয়া কিছু ছবির আসল তথ্য দেওয়া হলো
১ –

একটি গোলাকার চাকার মতো বস্তু এবং সাথে একটি হাতল লাগান রয়েছে যাকে শ্রীকৃষ্ণের রথের চাকা যা এখন জলের তলায় নিমজ্জিত বলা হচ্ছে সেই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সেনাবাহিনীদের যুদ্ধজাহাজ Fujikawa Maru যা এখন চুক লেগুন প্রশান্ত মহাসাগরের তলায় রয়েছে। এই ধ্বংসাবশেষ জলের তলে ভ্রমণকারীদের জন্য রাখা হয়েছে।

২ –

কিছু ভগ্নপ্রায় থাম সিঁড়ি যাকিনা একদা দ্বারকা নগরীর ছিল বলে দাবি করা হয়েছে রিভার্স ইমেজ করার পর আমরা জানতে পারি আটলান্টিকের হারিয়ে যাওয়া শহর বলে এই ছবিটি masaka.luxiarweddingphoto.com এই সাইটে রয়েছে।

৩ :


তৃতীয় ও চতুর্থ ছবিটি যেখানে জলের তলায় শায়িত মূর্তি যা শ্রীকৃষ্ণের বলা হচ্ছে এবং একটি দাঁড়ানো ছবি আসলে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের Pemuteran Bio Rock এর ১৫ মাইটার জলের তলায় হিন্দু মন্দিরের বাগানের বিষ্ণু মূর্তি ও পরের ছবিটির তথ্য আমরা এখানে পাই।

৫ –

একটি মন্দিরের ভাঙা চূড়ার ছবিটি ২০০৪ সালে তামিলনাড়ুতে তোলা হয়েছিল। সুনামির পর গোপুরাম মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিলো পূর্ব করমণ্ডল উপকূলে।

৬ –

দ্বারকার সিংহদ্বারের ছবিটি আমরা নেপচুন মেমোরিয়াল মিউজিয়ামের একটি মূর্তি। ফ্লোরিডার জলের তলার নেপচুন মিউজিয়ামে এই ধরণের মূর্তি স্থাপিত রয়েছে।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে জলের তলায় আজও রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর চিহ্ন এই দাবিটি ছড়ানো কিছু ছবি অপ্রাসঙ্গিক।
Result – False Connection
Our soures
Flickr – https://www.flickr.com/photos/inderstadt/2258903788/
Indus scrolls – https://indusscrolls.com/this-underwater-hindu-temple-in-bali-will-blow-your-mind/
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।