কিছুদিন আগে থেকে ইউটুউবে মুক্তি পেয়েছে পাঠান (Pathan) সিনেমার ট্রেলার এবং সেই আবহে সোশ্যাল মিডিয়াতে দাবি করা হয়েছে এই পাঠান সিনেমাটি ফ্লপ হলে নিজের বাড়ি বিক্রি করবেন শাহরুখ খান। ছবিটিতে রয়েছেন জন আব্রাহাম, বলিউডের ডিম্পেল গার্ল দীপিকা পাড়ুকোন এবং বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)।



মুম্বাইয়ের ফ্লিম জগতে যে কয়জন খান রয়েছেন তার মধ্যে কিং খান বা বাদশা হলেন শাহরুখ। সিনেমার পর্দায় নিজের উপস্থিতি, রোমান্টিক আবেদনের মাধ্যমে এক স্বপন জগৎ তৈরী করা বাদশা খানের কিছু ছবি তেমন সারা ফেলতে পারেননি বক্স অফিস। অনেকের দাবি প্রতিযোগিতা ও দর্শকদের রুচি পরিবর্তনের কারণে কিং খান আর আগের মতো জাদু ছড়াতে ব্যর্থ হচ্ছেন। সম্প্রতি শাহরুখের আসন্ন ছবি পাঠানের ট্রেলার ইউটুউবে এসেছে। দেশ ব্যাপী অনেক শাহরুখ ভক্তরা সোশ্যাল মিডিয়াতে নির্দেশক ও স্ক্রিপ্ট লেখক সিদ্ধার্থ আনন্দের নির্দেশনার পাঠান সিনেমার পোস্টার শেয়ার করেছে।
আর এই পোস্টার শেয়ার হওয়ার পর থেকেই অনেকেই দাবি করেছেন পাঠান সিনেমাটি ফ্লপ হলে নিজের বাড়ি বিক্রি করবেন শাহরুখ। পাঠানের পোস্টারটিকে বিকৃত করে লেখা হয়েছে ‘ শাহরুখ বলেছেন, তার ছবি ‘পাঠান’ ফ্লপ হলে বাড়ি বিক্রি হয়ে যাবে, বন্ধুরা, আসুন আমরা সবাই শাহরুখকে বাড়ি বিক্রি করতে সাহায্য করি’ .
Fact check / Verification
পাঠান সিনেমাটি ফ্লপ হলে নিজের বাড়ি বিক্রি করবেন শাহরুখ এই দাবিটি সত্যি কিনা জানার জন্য আমরা প্রথমে গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজ চালাই।
কিন্তু আশানুরূপ কোনো ফল আমরা পাইনা। গুগলে কোথাও এমন কোনো রিপোর্ট বা খোদ শাহরুখের বয়ান নেই যা কিনা পাঠান সিনেমাটি ফ্লপ হলে নিজের বাড়ি বিক্রি করবেন শাহরুখ এই দাবিটিকে সত্যি প্রমাণিত করে।

এরপর আমরা আমরা অন্য কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা কিং খানের ২০২০ সালের একটি ট্যুইট পাই। ২০২০ সালের ২৭শে অক্টোবরে শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়ি মন্নতের বিক্রি হওয়া নিয়ে জনৈক এক সোশ্যাল মিডিয়াতে ব্যবহারকারীর পোস্টকে উল্লেখ করে শাহরুখের উত্তর ‘ ভাই মন্নত ব্যক্তি হয়না, মাথা ঝুঁকিয়ে চাইতে হয়। এই কথাটা মনে রাখলে জীবনে তুমিও অনেক কিছু পাবে’
পাঠান সিনেমাটি ফ্লপ হলে নিজের বাড়ি বিক্রি করবেন শাহরুখ এই দাবিটির সত্যতা অনুসন্ধানের সময় আমরা শাহরুখ খানের জনসংযোগকারী টিমের সাথে যোগাযোগ করি। কিন্তু তাদের থেকেও আমরা তেমন কোনো উত্তর পাইনি এই দাবীটিকে নিয়ে। যদিও বিশ্বাস নিউজ এই দাবীটিকে যাচাই করার জন্য রেড চিলিস এন্টারটেইনমেন্টের সাথে যোগাযোগ করেছিল এবং তারা এই দাবীটিকে মিথ্যে বলেছে।
Conclusion
আমাদের অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পাঠান সিনেমাটি ফ্লপ হলে নিজের বাড়ি বিক্রি করবেন শাহরুখ এই দাবিটি মিথ্যে প্রমাণিত হয়েছে।
Result: Fabricated News/False Content
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।