Saturday, April 5, 2025
বাংলা

Fact Check

যোগী আদিত্যনাথের বাজি পোড়ানোর পুরোনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

banner_image

উত্তরপ্রদেশে আতশবাজি নিষিদ্ধ, বাজি বিক্রেতাকে উঃ প্রঃ পুলিশ গ্রেফতার ও করলো কিন্তু বাজি পোড়াচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী!! এমনই দাবি উঠেছে সোশ্যাল মিডিয়াতে দীপাবলির পর। দুটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটি বাচ্চা মেয়েকে পুলিশের গাড়ির দরজা ধরে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে, অন্য ভিডিওতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বাজি পোড়াতে দেখা যাচ্ছে। যাচ্ছে মেয়েটির বাবাকে আটক করার কারণ নিষিদ্ধ হওয়ার পরেও তিনি বাজারে বাজির পসরা সাজিয়ে বসেছেন। সেই রাজ্যেই মুখ্যমন্ত্রী সানন্দে দীপাবলি উপলক্ষ্যে বাজি জ্বালাচ্ছেন।  

হোয়াট্সঅ্যাপেও ফরওয়ার্ড হয়েছে একই ভিডিওটি। 

Fact check / Verification 

প্রথম ভিডিও যেখানে একটি বাচ্চা মেয়েকে পুলিশের গাড়ির দরজার সামনে চোখের জল ফেলতে দেখা গেছে তা সত্যি।  উঃ প্রঃ বুলেন্দশহরে যোগী সরকার থেকে বাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা আনার পরে বাজি বিক্রি হওয়ার জন্য বাজি বিক্রেতাকে ধরে নিয়ে যায় পুলিশ। সেই সময় তার মেয়ে পুলিশের কাছে হাত জোর করে থেকে তার বাবাকে যেন ছেড়ে দেওয়া হয়। Times of India এবং টুইটার থেকে পাওয়া একটি টুইট এই ঘটনার সত্যতা প্রমান করে। 

https://twitter.com/Benarasiyaa/status/1327246920608227335

কিন্তু দ্বিতীয় ভিডিওটি যে প্রসঙ্গে ভাইরাল হয়েছে, সেই বিষয়ের সাথে এই ভিডিওটির কোনো সম্পর্ক নেই। গুগল কীওয়ার্ড দ্বারা খোঁজার পর রাম মন্দিরের শিলান্যাসের দিনকে আনন্দের সাথে উদযাপন করার উদ্দেশ্যে। ভূমি পুজোর দিন লখনৌতে নিজের বাস ভবনে প্রদীপ জ্বালিয়ে, আতশবাজি পুড়িয়ে ‘দীপোৎসব’ পালন করেন। The Indian Express, Hindustan Times, TimesNow এর রিপোর্ট ও ANI এর টুইট অনুসারে দীপাবলির আগেই যেন অযোধ্যাতে দিওয়ালির উৎসব শুরু হয়েছে রাম মন্দিরের ভূমি পুজোর হাতধরে।  

Screen taken from The Indian Express
Screenshot taken from TimesNow

Conclusion 

উত্তরপ্রদেশে বাজি নিষিদ্ধ হওয়ার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোনো বাজি পোড়াননি। ৫ই অগস্টে রাম মন্দিরের শিলান্যাসের দিনে নিজের বাসভবনে প্রদীপ জ্বালিয়ে বাজি পুড়িয়ে ‘দীপোৎসব’ পালন করেন। সেই ভিডিও বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে।  

Result – Misleading

Our sources

The Indian Expresshttps://indianexpress.com/article/cities/lucknow/with-diyas-firecrackers-diwali-comes-early-at-up-cms-residence-6540658/

Hindustan Timeshttps://www.hindustantimes.com/india-news/ayodhya-lit-with-earthen-lamps-ahead-of-ram-temple-s-foundation-stone-laying-ceremony/story-eRNwONWnspj3t5PQqYATIK.html

TimesNowhttps://www.timesnownews.com/india/article/ram-temple-bhoomi-poojan-up-cm-yogi-adityanath-celebrates-deepotsav-lights-firecrackers-ahead-of-the-event/631877

ANI official tweethttps://twitter.com/ANINewsUP/status/1290647003748274177

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,694

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।