Saturday, April 12, 2025

Politics

Fact Check: খ্রিস্টান মতে সীতারাম ইয়েচুরির মরদেহ কবর দেওয়ার দাবিটি ভুয়ো

Written By Vasudha Beri, Translated By Tanujit Das, Edited By Chayan Kundu
Sep 18, 2024
banner_image

Claim

প্রয়াত বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি আসলে খ্রিস্টান, মৃত্যুর পর তাঁর শবদেহ কবর দেওয়া হয়েছে। 

একই দাবি-সহ আরও পোস্ট দেখা যাবে এখানে, এখানেএখানে

Fact

গুগল লেন্সের সাহায্যে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ১৩ সেপ্টেম্বর The New Indian Express ওয়েবসাইটে একই ছবি সম্বলিক একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। ইংরেজিতে যার শিরোনাম ছিল “‘Long live comrade’: JNU bids farewell to Sitaram Yechury”। ওই প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শত শত পড়ুয়া শ্রদ্ধা জানিয়েছেন সিপিআই(এম)-এর প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। তাঁর মরদেহ JNUSU অফিসে রাখা হয়েছিল।

১৪ সেপ্টেম্বর, JNUSU-এর তরফে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একই ছবি-সহ একটি পোস্ট করা হয়েছিল।

The Hindu ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, সিপিএম-এর সাধারণ সম্পাদকের নিথর দেহ, গবেষণার কাজের জন্য় দিল্লি AIIMS-এর হাতে তুলে দেওয়া হয়েছে।  

 সীতারাম ইয়েচুরি একজন তেলুগু ব্রাহ্মণ

২০১৭ সালে সংসদে ভাষণের সময় সীতারাম ইয়েচুরি জানিয়েছিলেন যে, তিনি একটি তেলুগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, “মাদ্রাস জেনারেল হাসপাতাল, যেটি এখন চেন্নাই নামে পরিচিত, সেখানে একটি তেলুগুভাষী ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয়েছিল।”

২০১৮ সালের  Hindustan Times-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সিপিএম-এর প্রয়াত সাধারণ সম্পাদক বলেছিলেন, “আমার দাদুর নামের সঙ্গে জুড়ে আমার নাম রাখা হয়েছিল সীতারাম রাও। কিন্তু জাতপাতের বেড়াজাল আমি মানি না, তাই রাও বাদ দিয়ে দিয়েছিলাম এবং তারপর থেকে সীতারাম থেকে গিয়েছে।”

সুতরাং এখান থেকে প্রমাণিত যে, খ্রিস্টান মতে সীতারাম ইয়েচুরির মরদেহ কবর দেওয়া হয়েছে, এই দাবিটি ভুয়ো।

Result: False

Sources
Report By The New Indian Express, Dated September 13, 2024
Report By The Hindu, Dated September 15, 2024
YouTube Video By Sansad TV, Dated August 10, 2017

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,713

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।