কৃষি বিলে সংস্কার করার পর থেকে যখন দেশের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে যখন নতুন বিলের প্রতিবাদে সরব হয়েছেন তখন অর্থনীতিতে নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দোপ্যাধায়ের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। দাবি করা হচ্ছে তিনি নাকি এই নতুন বিল নিয়ে বলেছেন তিনি ভারতের নতুন কৃষি বিল নিয়ে পড়েছেন এবং বুঝেছেন এই বিলে আখেরে চাষীদের ক্ষতি হবে এবং কর্পোরেট সংস্থার লাভ হবে।

Fact check / Verification
অভিজিৎ ব্যানার্জী কৃষি বিল নিয়ে এই ধরণের কোনো মন্ত্যব করেননি। তার নাম করে ছড়াচ্ছে ভুল বার্তা। কীওয়ার্ড দ্বারা খোঁজার পর Livemint, Scroll.in থেকে পাওয়া রিপোর্টে, অভিজিৎ বলেছেন কৃষকরা সরকারের উপর থেকে আস্থা হারিয়েছেন। ভারত একেই করোনার জন্য এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেই সময়ে কৃষি বিলে সংস্কার আনা,ঠিক সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র সরকার। Livemint এর রিপোর্টে Hindustan Times Leadership Summit এর ভিডিওটি পাই। লকডাউনের ফলে ভারতের অর্থনীতি, চাকরির বাজারের উপর যথেষ্ট চাপ পড়েছে। সেই মুহূর্তে সরকার কৃষি বিলে নতুন সংসস্করণ, ঠিক সিদ্ধান্ত নয়।
Conclusion
অভিজিৎ বিনায়ক ব্যানার্জী বলেননি যে ভারতে কৃষিবিল সংস্কার করার ফলে লাভ হবে কর্পোরেট সংস্থার। ওনার নামে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো ভুল খবর।
Result – Imposter content
Our sources
Hindustan Times Leadership Summit – https://www.youtube.com/watch?v=SlW78vs0kB8
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।