Sunday, March 16, 2025
বাংলা

Fact Check

ছোট্ট মেয়ের সেনাকে দেখে প্রতিবাদ করার ভিডিওটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে সম্পর্কিত নয়

banner_image

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছোট্ট মেয়ের সেনাকে দেখে প্রতিবাদ করার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine Conflict) যুদ্ধের আবহে ভাইরাল এই ভিডিওকে ঘিরে দাবি করা হয়েছে রাশিয়ার সৈন্যবাহিনী যখন ইউক্রেনের ভেতরে ঢুকে আক্রমণ চালাচ্ছে তখন একটি ছোট্ট মেয়ে সেনাদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে। এই মেয়েটির দেশভক্তি ও সাহসকে কুর্নিশ।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে – ‘রাশিয়ান সৈন্যরা যখন ইউক্রেনের ভিতরে প্রবেশ করে আক্রমন চালাচ্ছে,তখন একজন ইউক্রেন ছোট্ট কন্যা রাস্তায় বেরিয়ে তার প্রতিবাদ করছে।’

Courtesy: Facebook / manas.mahata.79
Courtesy: Facebook/ dhiman.roy.3958
Courtesy: Facebook /sayandurgapur
https://twitter.com/IndiaAwakened_/status/1498146075722813442?s=20&t=a0Y3XB2H5oKqlbxgm2WjRQ

গতকাল বেলারুশের গোমেল প্রদেশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা হয়। কিন্তু তাতে কোনো সমাধানের রাস্তা খুলেছে বলে মনে হচ্ছে না।

অন্যদিকে চার দিনের মধ্যে রাশিয়ার ক্রমাগত আক্রমণের ফলে ইউক্রেনে ৪৫ জন বাচ্চা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি এবং ১৬জন বাচ্চা প্রাণ হারিয়েছে বলে জানা গেছে । এই ঘটনার পর ভিডিও বার্তার মাধ্যমে রাষ্ট্রপতি জেলেনস্কি জানিয়েছেন এবার সময় এসেছে ইউক্রেনের শক্তি প্রদর্শনের। সমগ্র বিশ্ব দেখেছে ইউক্রেন ও এর মানুষরা কেমন এবং রাশিয়া নিজেকে কি তৈরী করেছে তাও পরিষ্কার। ‘

Fact check / Verification

ছোট্ট মেয়ের সেনাকে দেখে প্রতিবাদ করার ভিডিওটি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সাথে সম্পর্কিত কিনা জানার জন্য আমরা ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে রিভার্স ইমেজ করি। এই পর্যায়ে The Times of Israel এর ১লা জানুয়ারি ২০১৮ সালের প্রকাশিত একটি রিপোর্ট পাই যেখান এই এই বাচ্চা মেয়েটিকে সেনার সাথে তর্ক করার ছবি রয়েছে।

রিপোর্ট অনুসারে ২০১২ সালে প্যালেস্তানী (Palestine) মেয়ে আহেদ তামিমী ইজরায়েলি সেনার সাথে তর্কে জোড়ায় এবং সেনার দিকে তাকিয়ে প্যালেস্তাইন ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেয়। তামিমীর ভাইকে ইজরায়েলি(Israel) সেনারা গ্রেপ্তার করে নিয়েছিল এবং এই সময় কিছু বাচ্চাদের নিজে প্রতিবাদী দল গড়ে ওঠে যার প্রধান ছিল তামিমী।

ছোট্ট মেয়ের সেনাকে দেখে প্রতিবাদ করার ভিডিওটি ২০১২ সালের প্যালেস্তাইনের

ছোট্ট মেয়ের সেনাকে দেখে প্রতিবাদ করার ভিডিওটির সম্পর্কে মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা আরো বেশ কিছু স্থানে এই ঘটনার উল্লেখ পাই।

BBC র একটি রিপোর্টে বলা হয়েছে এই ঘটনাটির সময়ে আহেদ তামিমী ১১ বছরের ছিল। ২০১৮ সালে তামিমী ও তার মাকে আটক করা হয়েছিলো কারণ আরোপ করা হয় তারা একজন ইজরায়েলি সেনাকে চড় মেরেছিলো। পরে এই বিচারের মীমাংসা হয় এবং তমিমি ও তার মাকে ছেড়ে দেওয়া হয়।

Conclusion

আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে একটি ছোট্ট মেয়ের সেনাকে দেখে প্রতিবাদ করার ভিডিওটি যেটি বর্তমানে রাশিয়া -ইউক্রেনের যুদ্ধের আবহে ভাইরাল হয়েছে তা ২০১২ সালের প্যালেস্তাইনের ঘটনা। আহেদ তামিমী যাকে ভিডিওতে দেখা যাচ্ছে সে প্যালেস্তানী। ভিডিওটির সাথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

Results: False Context/False

Our ources

Report of The Times Of Israel

Report of BBC

Tweets of Press TV and ITV News


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।