Claim
আমির খান এবং করিনা কাপূর অভিনীত ছবিকে ঘিরে দাবি লাল সিংহ চাড্ডার ফ্লপ হওয়ার বিষয় স্বীকার করলেন আমির খান। সম্প্রতি হলিউডের বিখ্যাত সিনেমা টম হ্যাঙ্কস অভিনীত ফরেস্ট গাম্পের হিন্দি সংস্করণ লাল সিংহ চাড্ডা প্রেক্ষাগৃহে এসেছে।

এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন আমির খান এবং করিনা কাপূর। এই সিনেমা ঘিরে সোশ্যাল মিডিয়াতে কিছু পাট ভাইরাল হয়েছে এই সিনেমাটিকে বয়কট করার জন্য আর সেই আবহে ভাইরাল হয়েছে এই ভিডিওটি।
Fact
লাল সিংহ চাড্ডার ফ্লপ হওয়ার বিষয় স্বীকার করলেন আমির খান এই বিষয়ে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য আমরা ভাইরাল ভিডিওটিকে ভালো করে শুনি প্রথমে। এখানে লক্ষ্য করি Hindi Rush নামের নাম দেখি। কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা ইউটুউব থেকে Lokmat Hindiর একটি ভিডিও পাই ২৭শে নভেম্বর ২০১৮ সালের। ভিডিওটিতে ২৬ সেকেন্ডের মাথায় আমরা একেই কথা শুনি যা আমরা ভাইরাল ভিডিওতে শুনেছি।
এখানে তিনি Thugs of Hindostan নামের একটি সিনেমার কথা বলছেন আমির খান যেটি ২০১৮ সালে বের হয়েছিল। এই সিনেমাটিও তেমন ভাবে দর্শকদের ভালো লাগেনি। এই সিনেমাটিকে নিয়েই তিনি বলেন সিনেমাটির ফ্লপ হওয়ার দায় তিনি নিজের উপর নেন এবং বলেন যে কোথাও হয়তো দর্শকদের পছন্দ হয়নি এই সিনেমাটি, তবে যারা সিনেমাটিকে দেখেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আমির।
অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে লাল সিংহ চাড্ডাকে বয়কট করার দাবিতে আমির খান বলেন ‘যদি কেউ এই সিনেমাটিকে দেখতে না চায়, আমি তাদের ইচ্ছাকে সমর্থন করি। তবে আমি চাই যেন বেশির ভাগ লোক এই সিনেমাটিকে দেখেন, কারণ একটা সিনেমা বানানোর পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে।’
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে লাল সিংহ চাড্ডার ফ্লপ হওয়ার বিষয় স্বীকার করলেন আমির খান এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ২০১৮ সালের।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।