করোনা পরিস্থিতির মধ্যে বন্যা,সাধারণ মানুষকে আরো সংকটে ফেলেছে। ভারতে অসম ও বিহারের বন্যা পরিস্থিতি বেশ ভয়ানক, কোথাও মানুষ সহায় সম্বলহীন হয়ে দিন গুজরান করছে, তো কোথাও আবার অবলা বন্যপ্রাণীদের দিকশুন্য ও ভয়ার্ত অবস্থায় গলা জলে এদিক ওদিক করার ছবি দেখা যাচ্ছে। বার বার প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকারের দিকে। ভারতের নাম করে যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিকে কোথাও বলা হচ্ছে বিহারের, আবার কোথাও অসম বন্যার সাথে জুড়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে।
বিখ্যাত সুরকার ও গায়ক ভিশাল দাদলানিও এই ছবিটি শেয়ার করছেন টুইটারে এবং অসম ও বিহারের দুর্যোগের প্রতি সহানুভূতি জানিয়েছেন।

এই ছবিকে নিয়ে শেয়ার করা আরো কিছু পোস্ট আমরা নিচে দিলাম।
Fact check / Verification
বন্যার জলে গাছের উপর বসে থাকা এই মহিলার ছবি আমরা গুগল রিভার্স ইমেজ সার্চ করার পর যে তথ্য গুলো আমাদের সামনে উঠে আসে তা দাবি করে যে এই ছবিটি বাংলাদেশের বন্যার সাথে জড়িত। Priyo.com এর একটি লিংক পাই, যেখানে ডেইলি বাংলাদেশের একটি খবর তারা ছেপেছে। তাতে লেখা বন্যায় ডুবেছে এই মহিলার সবকিছু। কিছু হাঁস লালনপালন করতেন তাও ভেসে গেছে বন্যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এই ছোট আম গাছেই এখন তার ভরসা। মাটি কবে স্পর্শ করতে পারবেন জানা নেই এই নারীর।

এই খবর থেকে পাওয়া কিছু কীওয়ার্ড দিয়ে সার্চ করার পর আমরা আরো কিছু লিংক পাই। বাংলার খবর 24.com, Probasinews24.net , Jamuna24.com থেকে জানতে পারি যে বিগত এক মাস ধরে বাংলাদেশের বগুড়ার সারিয়াকান্দি উপজেলা জলে ভাসছে। সাধারণ জীবন যাপনের জন্য ভরসা ভেলা বা নৌকা। যাতায়াত,বিশ্রাম সবকিছুই হচ্ছে ভেলা বা নৌকার উপর। বলা হচ্ছে সারিয়াকান্দি উপজেলার সাথে সম্পর্কিত গাছে উপর বসে থাকা মহিলার ছবিটি।

Conclusion
আমাদের অনুসন্ধানের দ্বারা যে রিপোর্ট আমরা পেয়েছি তা দাবি করে বন্যার জলে সব কিছু খুঁইয়ে গাছের আশ্রয়ে থাকা মহিলার ভাইরাল ছবিটি বাংলাদেশের বগুড়ার সারিয়াকান্দি উপজেলার।
Result : Misleading
Our sources:
বাংলার খবর 24.com– https://banglarkhobor24.com/archives/328707?fbclid=IwAR2i7FWyWPYiDma_1mpe-ScP_Gt3C00JeF90Do8lXN9Nbbpv-8EgFkYd6rU
Jamuna24.com– https://jamuna24.com/?p=29347
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।