Fact Check
Tik-tok এর মতো কি PUBG ও কি বন্ধ করা হলো? Zee ২৪ ঘন্টার চ্যানেল থেকে ছড়ালো বিভ্রান্তিকর খবর
ভাইরাল দাবি
ভারত সরকারের তরফ থেকে ৫৯টি চীনা অ্যাপ বন্ধ হওয়ার পর থেকে প্রতিটা খবরের চ্যানেলে এই খবর টেলিকাস্ট হতে শুরু হয়। Zee -এর বাংলা খবরের চ্যানেল Zee ২৪ ঘন্টায় বলা হয় Tik-tok এর মতো জনপ্রিয় মোবাইল গেম PUBG ও বন্ধ করা হয়েছে। খবরটি এখানে দেখতে পারেন।

বিশ্লেষণ
গালওয়ান উপত্যকায় ভারত-চীনের মধ্যে শুরু হয়েছে যুদ্ধ। লাদাখের গালওয়ান ও প্যাংগং লেকের কাছে চীনের সেনার প্রবেশকে ঘিরে সারা দেশ উত্তপ্ত হয়ে উঠেছে। গালওয়ান প্রদেশের থেকে চীনা সেনাকে হটানোর জন্য দুই দেশের সেনাদের মধ্যে শুরু হয় বিবাদ ও হাতাহাতি। প্রাণ যায় ২০ জন ভারতীয় সেনার।
এমনিতেই দেশ ফুঁসছে লাদাখে কমিউনিস্ট চীনের অবৈধ প্রবেশ, সেনা ছাউনি তৈরি করা নিয়ে, তার মধ্যে ২০ জন সেনার মৃত্যু!! এর যোগ্য জবাব স্বরূপ ভারতের কেন্দ্রীয় সরকার ২৯শে এপ্রিল ঘোষণা করে ভারতীদের ব্যবহৃত ৫৯টি জনপ্রিয় অ্যাপ নিষিদ্ধ করা হবে। এই তালিকায় আছে Tik-tok, Helo, Vigo ভিডিও, Beauty plus আরো অনেক অ্যাপ যা ভারতীয়দের পছন্দের অ্যাপ ছিল।
Zee ২৪ ঘন্টাতে সোমবার অর্থাৎ যেদিন সরকার এই অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নয়, সেই দিনেই এই খবরটি তাদের চ্যানেলে টেলিকাস্ট হয়। সবই ঠিক থাকে চলছিল, কিন্তু সাইবার বিশেষজ্ঞ বিভাস চ্যাটার্জীর সাথে কথা বলার সময় স্ক্রিনে ভেসে উঠে ‘ বন্ধ করে দেওয়া হলো PUBG’ এই লেখাটি।
https://www.facebook.com/Zee24Ghanta/videos/266018304653607/
চীনকে ‘ডিজিটাল ডিফেন্স ‘ স্বরূপ ভারতের ৫৯টি অ্যাপকে নিষিদ্ধ করা নিয়ে শুরু হয় এই আলোচনা। বাকি যে সব অ্যাপের কথা বলা হয়েছে তা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্যান অ্যাপের লিস্টের সাথে মিলে যাচ্ছে কিন্তু সেই লিস্টে নেই পাবজি।

PIB-র টুইটার পেজ থেকে আমরা সরকারের কোন কোন অ্যাপ নিষিদ্ধ তার লিস্ট পাই।
৫৯টি চীনা অ্যাপের মধ্যে আমরা কোনো PUBG-র কোথাও কোনো নাম নেই।
গুগলে PUBG গেম অ্যাপের সম্পর্কে খোঁজ করার পর জানতে পারি krafton সংস্থা এই অ্যাপ বানিয়েছে। সংস্থাটি দক্ষিণ কোরিয়ার সিওলে অবস্থিত। অর্থাৎ PUBG গেম অ্যাপটি চীনের নয়, দক্ষিণ কোরিয়ার।

চীনা অ্যাপ না হওয়ার কারণে এখনো পর্যন্ত জনপ্রিয় এই অ্যাপটি ব্যান হয়নি । গুগলে এই গেম অ্যাপটির গুলগে প্লে স্টোরে আছে কিনা জানার জন্য সার্চ করলে জানতে পারি এটি এখন ও আমাদের ফোনে ইনস্টল করতে পারবো।

Zee ২৪ ঘন্টা চ্যানেল থেকে PUBG গেম অ্যাপকে নিয়ে যে খবর দেখানো হয়েছে তা সম্পূর্ণ বিভ্রান্তি কর।
ব্যবহৃত টুলস
- Google search
- Twitter search
- PIB post
ফলাফল:বিভ্রান্তিকর Misleading
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )