দিল্লীর সিন্ঘু বর্ডারের কাছে প্রায় ১ মাস ধরে চলা কৃষক আন্দোলনকে ঘিরে অনেক প্রাসঙ্গিক – অপ্রাসঙ্গিক ছবি ভিডিও ভাইরাল হয়েছে। এই প্রসঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে একটি বৃদ্ধ শিখের মৃতদেহ দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে ঠান্ডায় দিল্লীর রাস্তায় বসে আন্দোলন করতে গিয়ে আর এক কৃষকের মৃত্যু হলো। ফেসবুক ও টুইটারে এই পোস্ট ভাইরাল হয়েছে।

ফেসবুকে উত্তরাখণ্ডের কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী হর্ষ রাওয়াত ও একই ছবি শেয়ার করছেন।

Fact check / Verification
শিখ বৃদ্ধের মৃতদেহের ছবির সাথে বর্তমানে সিন্ঘু বর্ডারে চলা কৃষকদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। রিভার্স ইমেজ সার্চ করার পর জানা যায় এই ছবিটি ২০১৮ সালের।
ফেসবুক থেকে Gurmeet Singh Gill নামের এক ব্যক্তির পেজ থেকে এই ছবিটি পাই এবং এই ছবিটি পেজে দেওয়া হয়েছে ২০১৮ সালে। পাঞ্জাবি ভাষায় লেখা রয়েছে আজ ওনার দেহ তরন-তারণের কাছে পাওয়া গেছে। ৭০ বছরের এই বৃদ্ধর কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।
Conclusion
দিল্লীর কৃষক আন্দোলনের বহু আগে ২০১৮ সালে এক শিখ বৃদ্ধের মৃত দেহের ছবি বর্তমানের কৃষক আন্দোলনের আবহে ফের ভাইরাল হয়েছে।
Result – Misplaced context
Our source
Facebook post –https://www.facebook.com/GillPB05/photos/a.139741246636080/277417982868405/?type=3
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।