শনিবার, এপ্রিল 20, 2024
শনিবার, এপ্রিল 20, 2024

HomeFact Checkভারত জমি দখল করার পর চীনের আর্ত চিৎকার শোনা গেলো !! না...

ভারত জমি দখল করার পর চীনের আর্ত চিৎকার শোনা গেলো !! না ,ভারতীয় সেনাদের ছবি বিভ্রান্তিকর দাবি নিয়ে ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে ভারতীয়সেনাদের তিনটি ছবি দেখা যাচ্ছে এবংএর সাথে ক্যাপশনে লেখা –

জীবনে এই প্রথম শুনলাম #চীনারা_চিল্লাচ্ছে ভারতীয় সেনা আমাদের জায়গা দখল করে নিয়েছে…29-30 আগষ্ট ইতিহাস সৃষ্টি করলো ভারতীয় জওয়ানরা। জয় জওয়ান

ভারত মাতা কি জয়

সঞ্জিত গুহ নামের এক ব্যক্তির ফেসবুক প্রোফাইল থেকে এই পোস্টটি ভাইরাল হয়েছে।

এখানে ভাইরাল পোস্টটি আর্কাইভ দেখা যেতে পারে।

হিন্দুরাষ্ট্র সমর্থন নামের একটি পাবলিক গ্রুপেও এই পোস্টটি ৩৪০ বার শেয়ার, ২.৭হাজার লাইক ও ৩৪৩ টি কমেন্ট পেয়ে ভাইরাল হয়েছে।

Fact check / Verification

যে দাবি নিয়ে ভারতীয় সেনাদের ছবিগুলো ভাইরাল হয়েছে তা বিভ্রান্তিকর দাবি। তিনটি ছবির রিভার্স ইমেজ সার্চ করার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি।  

First image

প্রথম ছবি – পাথুরে জমির উপর সেনাদের জাতীয় পতাকা হাতে মার্চ করার ছবিটি এই বছর ১৫ই অগাস্টের। ITPB- Indo-Tibetian Border police প্যাংগং TSO এর ১৪০০০ হাজার ফুট ওপরের  ভারতের স্বাধীনতা দিবস পালনের ছবি। রিভার্স ইমেজ সার্চের পর Hindustan Times, Zee News এবং India Times এর রিপোর্ট পাই যেখানে ১৫ই অগাস্ট ITPB র  স্বাধীনতা দিবস পালনের খবর ও ছবিগুলো আমরা পাই। 

Second image

দ্বিতীয় ছবি – এই ছবিতে দুই জওয়ানকে হাতে বন্দুক ধরে পাহারায় দেখা যাচ্ছে। রিভার্স ইমেজের দ্বারা আমরা Times Now এর একটি রিপোর্ট পাই যেখানে এই ছবিটি রয়েছে এবং সাথে ১৬ই জুন মাসের একটি রিপোর্ট রয়েছে। জুন মাসে চৈনিকসেনাদের আচমকা আক্রমণের ফলে ভারতের ১৫ জন সেনা প্রাণ হারায়। LOC বর্ডারে ভারতীয় সেনাদের বন্দুক হাতে সীমান্ত পাহারা দেওয়ার এই ছবিটি ভুল দাবি নিয়ে ভাইরাল হয়েছে। এই ছবিটি সমেত Outlook এবং Firstpost এর রিপোর্ট আমার পেয়েছি।  

Third image

তৃতীয় ছবি – তিন নম্বর ছবিতে কিছু ভারতীয় সেনাদের অস্ত্রহাতে টহল দিতে দেখা যাচ্ছে। The Hindu র মে মাসের রিপোর্টে আমার এই ছবিটি পাই।  রিপোর্ট অনুযায়ী লাইন অফ ঘিরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বাড়তে থাকার কারণে আর্মি কমান্ডার কনফারেন্সের সূচনা হয়।  Hindustan Times এবং Economics Times এর খবরে এই কনফারেন্সের আরো বিশদ বিবরণ পাই।

Conclusion 

ভারতীয় সেনাদের ছবি ব্যবহার করে ফেসবুকের ভাইরাল পোস্টে যে দাবি করা হয়েছে তা যথেষ্ট বিভ্রান্তিকর। ভারতীয় সেনা চীনের জমি দখল করেছে বলে চীনের সেনারা চিল্লাছে- এই দাবিটি সম্পূর্নই বিভ্রান্তিকর। এই দাবির সাথে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেই ছবিগুলোর সাথে এই দাবির কোনো সম্পর্ক নেই।

Result – Misleading 

Our sources

Times Now newshttps://www.timesnownews.com/india/article/china-india-face-off-at-lac-turns-violent-how-galwan-valley-became-a-flashpoint/607331

The Hindu newshttps://www.thehindu.com/news/national/top-army-commanders-begin-deliberations-on-security-challenges-facing-india/article31688157.ece

Hindustan Times newshttps://www.hindustantimes.com/india-news/army-chief-gen-naravane-presides-over-commanders-conference-chinese-aggression-in-lac-on-agenda/story-C0I09eG1LbJknkdzVP0P1K.html

https://www.hindustantimes.com/india-news/itbp-soldiers-celebrate-independence-day-2020-at-14-000-feet-in-ladakh/story-iKkunqu9TzYhadqOf2z2PK.html

Zee Newshttps://zeenews.india.com/india/itbp-soldiers-celebrate-independence-day-at-16000-feet-at-bank-of-pangong-tso-lake-in-ladakh-2302922.html

The Economics Timeshttps://economictimes.indiatimes.com/news/defence/india-china-standoff-army-commanders-conference-begins-focusing-on-chinese-intrusions-across-lac/videoshow/76025867.cms?from=mdr

India Times news https://www.indiatimes.com/news/india/itbp-soldiers-independence-day-celebrations-in-ladakh-520374.html

OutLook news https://www.outlookindia.com/website/story/india-news-live-india-china-tension-live-updates-defence-minister-rajnath-singh-holds-meeting-with-top-military-brass-after-three-/354836

Firstpost newshttps://www.firstpost.com/india/galwan-valley-face-off-mea-cites-1996-2005-pacts-to-explain-refrain-from-use-of-firearm-heres-what-the-agreements-actually-say-8503131.html

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular