আন্তর্জাতিক পপ সংগীত ষ্টার রিহানা, জলবায়ু কর্মী গ্রেট থুনবার্গ ও পর্ন-ষ্টার মিয়া খলিফা ভারতের কৃষক আন্দোলনের পক্ষে টুইট করার পর থেকে সোশ্যাল মিডিয়াতে এদের নিয়ে নানা রকম পোস্ট, দাবি করা হয়েছে। কোথাও এদের অনুকূলে তো কোথাও এদের প্রতিকূলে গেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দাবি। সম্প্রতি একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে কিছু কংগ্রেস কর্মীদের মিয়া খলিফার পোস্টারের সামনে কেক ধরা রয়েছে খাওনোর ভঙ্গিতে। ভারতীয় সুপারস্টার অক্ষয় কুমার, ক্রিকেটের দেবতা শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের নাক না গলানোর কথা বলেছেন।
টুইটারে ভাইরাল হওয়া এই পোস্টের কিছু লিংক নিচে দেওয়া হলো।
যে পোস্টটি শেয়ার করা হয়েছে সেখানে ১০০ বছর আগে যখন মহাত্মা গান্ধী তুর্কির এক খলিফার হয়ে পক্ষ নিয়েছিলেন, আজ কংগ্রেস নতুন ফেমিনিস্ট মিয়া খলিফাকে সমর্থন জানাচ্ছে।


Fact -check / Verification
কংগ্রেস কর্মীদের মিয়া খলিফার পোস্টারকে কেক খাওয়ানোর ছবিটি এডিট করা, আসল ছবিতে রাহুল গান্ধীর পোস্টারে কেক খাওয়াচ্ছেন কর্মীরা।


ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করার এর আসল ছবিটি আমরা পাই Gettyimages থেকে। ২০০৭ সালে কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে যুব কংগ্রেস সমর্থনকারীদের একটি দল রাহুল গান্ধীর সাইত্রিশ তম জন্মদিনের উপলক্ষে বিশাল কেকের এনে জন্মদিনের আয়োজন করে।

Conclusion
কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর সাইত্রিশতম জন্মদিনের যুব কংগ্রেসের সমর্থকদের আয়োজিত জন্মদিনে ওনার পোস্টারকে কেক খাওয়ানোর ছবিকে কাট -ছাঁট করে মিয়া খলিফার ছবি বসানো পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।
Result – Fake
Our source
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।