বৃহস্পতিবার, মার্চ 28, 2024
বৃহস্পতিবার, মার্চ 28, 2024

HomeFact CheckViralহাথরাসের ধর্ষিতার পরিবারের সাথে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী? না, পুরোনো ভিডিও ভুল...

হাথরাসের ধর্ষিতার পরিবারের সাথে দেখা করলেন প্রিয়াঙ্কা গান্ধী? না, পুরোনো ভিডিও ভুল উদ্দেশ্য নিয়ে ছড়াল সোশ্যাল মিডিয়াতে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

উত্তরপ্রদেশের হাথরাসে ১৯ বছর বয়সী এক তরুণীকে ক্ষেতের থেকে তুলে নিয়ে গিয়ে ৪ জন মিলে  নৃশংস ভাবে ধর্ষণ করে। উঃ প্র‍ঃ তার চিকিৎসার ব্যবস্থা করা হলেও স্বাস্থ্যের অবনতি ঘটার কারণে রাজধানীর সাফদারজং হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং গত পরশু মারা যায়।  এই ঘটনাকে কেন্দ্র করে প্রিয়াঙ্কা গান্ধীর একটি ভিডিও ভাইরাল হয়েছে।বলা হচ্ছে প্রিয়াঙ্কা মেয়েটির বাড়িতে গেছেন তার পরিবারের সাথে দেখা করতে এবং তাকে পেয়ে তার স্বজন কান্নায় ভেঙে পড়েছে। হোয়াটসঅ্যাপ থেকেও আমরা ফেসবুকের এই ভিডিওটি পাই।  

https://www.facebook.com/meghedhaka.tara.16906/posts/2664883737096772

Fact-check / Verification

হাথরাসের ঘটনায় প্রিয়াঙ্কা গান্ধী মৃতা মেয়েটির পরিবারে সাথে দেখা করতে গেছেন কিনা এর কোনো সঠিক প্রমান বা মিডিয়া রিপোর্ট আমরা এখনো পর্যন্ত পাইনি। প্রিয়াঙ্কার টুইটারে এই ঘটনাকে নিয়ে তার প্রতিক্রিয়া স্বরূপ ওনার টুইটার প্রোফাইল থেকে কিছু টুইট পাই , কিন্তু কোনো ভিডিও আমাদের চোখে পড়েনি যা প্রমান করে ভাইরাল ভিডিওটির দাবি সত্যি।  

ভিডিওটিকে আমরা Yandex টুলের দ্বারা খোঁজার পর Dynamite News নামের একটি ইউটুবের চ্যানেলের লিংক পাই। ২০১৯ সালের জুলাই মাসে এই ভিডিওটি ওই চ্যানেলে আপলোড করা হয়ে যার সাথে ক্যাপশন রয়েছে – সনভদ্রের নরহত্যায় প্রিয়াঙ্কা গান্ধীর প্রথম ভিডিও সামনে আসে ।

গত বছর লোকসভা ভোটের পর উত্তরপ্রদেশ উত্তপ্ত হয়ে ওঠে  সনভদ্রের নিষ্ঠুর নরহত্যা কাণ্ডের পর। দশ জন দলিত পুরুষকে জমি সংক্রান্ত সমস্যার জন্য প্রাণ হারাতে হয় গুজ্জার ও উঁচুশ্রেনীর গ্রাম-প্রধানের হাতে। এই ঘটনা সামনে আসার পর কংগ্রেসের প্রিয়াঙ্কা যান এই ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের সাথে দেখা করতে, তাদের আশ্বাস দেন কংগ্রেস সরকার তাদের ন্যায়ের জন্য চেষ্টা করবে । এই ঘটনাকে নিয়ে  তিনি উঃ প্র‍ঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে একটি টুইট করেন – 

ইউটুবের থেকে যে ভিডিওটি আমরা পেয়েছি তার কীওয়ার্ড ধরে খোঁজার পর ABP  Live এর ভিডিও পাই, যার সাথে ভাইরাল ভিডিওটির একশো শতাংশ সাদৃশ্য রয়েছে।

এছাড়াও ইউটুব থেকে Hindustan Times, India Today, The Indian Express Online, India TVএর তরফ থেকে আপলোড করা ভিডিওটি পাই যে বর্তমানে হাথরাসের ঘটনাকে কেন্দ্র করে ভাইরাল হচ্ছে।  

Conclusion

হাথরাসে ধর্ষিত দলিত কন্যার পরিবারের স্বজনের সাথে দেখা করতে গেছেন প্রিয়াঙ্কা গান্ধী এই দাবি নিয়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে ২০১৯ সালের, যখন  উঃ প্র‍ঃ এর সনভদ্রে দলিত পরিবারের ১০জনকে জমি সংক্রান্ত বিবাদের জন্য গ্রামের প্রধানের হাতে প্রাণ হারাতে হয়,প্রিয়াঙ্কা সেই পরিবারের সাথে দেখা করে তাদের আশ্বাস দেন।

Result – Misleading

Our sources

YouTube videohttps://www.youtuhttps//www.youtube.com/watch?reload=9&v=DBEIH-qkPP8be.com/watch?reload=9&v=DBEIH-qkPP8

ABP Livehttps://www.abplive.com/videos/states/up-uk-priyanka-gandhi-vadra-cried-after-meeting-with-sonbhadra-victims-1459833

Hindustan Timeshttps://www.youtube.com/watch?v=AzL5puv2B-U

India Todayhttps://www.youtube.com/watch?v=OLLGr2tfF40

The Indian Express Onlinehttps://www.youtube.com/watch?v=5rmCbWZ-ME8

India TVhttps://www.youtube.com/watch?v=smalETtnLaQ

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular