ভাইরাল দাবি
ফেসবুকে একটি ফুলের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে ফুলটির নাম মহামেরু যা নাকি চারশো বছরে একবার হিমালয়ে ফোটে। নিম্নে আমরা এই ফুলকে নিয়ে শেয়ার করা পোস্ট দিলাম।


ফ্যাক্ট-চেক
শেয়ার করা ফুলের ছবির সাথে যে ক্যাপশনটি লেখা হয়েছে তা হলো – ‘হিমালয়ের মহামেরু ফুল।এটি চার শত বছর পর একবার ফোটে’ . কিন্তু আদৌও এটিকে মহামেরু ফুল যা হিমালয়ের কোলে চারশো বছর পর এক বার ফোঁটে? তবে যে দাবি করা হয়েছে তা সত্যি নয়।
ভাইরাল ছবিটির গুগল রিভার্স ইমেজ সার্চ করার জানতে পারি এই ফুল ভারতে ফোঁটে না। Pintrest থেকে আমরা এই ফুলের কিছু ছবি পাই, কোথাও এই ফুলের পাপড়ি বন্ধ আবার কোথাও বিকশিত ফুলের ছবি আমরা পাই এবং জানতে পারি ফুলটির নাম King White Protea যা দক্ষিণ আফ্রিকার একটি বিশেষ জনপ্রিয় ফুল।
গুগলে এই ফুলের নাম লিখে সার্চ করার পর সব বিবরণ আমারা পাই। King protea প্রজাতি ফুলের মধ্যে এই Protea cynaroides একটি স্বতন্ত্র ফুল যার শীর্ষ বৃহৎ উঁচু বলে একে Honeybush, gaint protea নামেও ডাকা হয়। প্রায় সারা বছর এই ফুলটিকে দক্ষিণ আফ্রিকার ফিনবোস অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেখতে পাওয়া যায়। যেখানে সূর্যের আলো ও হাওয়া ভালো খেলে সেই স্থানে এই ফুলকে রাখলে তারা ভালো করে বাড়তে পারে।

আমরা আরো জানতে পারি যে ১৯৭৬ সাল থেকে এই ফুলটি দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুল নাম পরিচিত। কারণ এই ফুল দঃ আফ্রিকার সৌন্দর্যের প্রতীক মানা হয় এবং আফ্রিকান রেনেসাঁর অনুসরণে একটি জাতি হিসাবে তাদের কাছে একটি একটি সম্ভাবনার ফুল। গুগল ছাড়াও আমরা iristseng12345.pixnet.net নামের একটি চীনা ওয়েবসাইট থেকেও এই ফুল যে দঃ আফ্রিকায় বিখ্যাত তার বিবরণ পাই। ওয়েবসাইট থেকে এই বিবরণের স্ক্রিনশট আমার নিচে দিলাম।

আমাদের অনুসন্ধানের দ্বারা প্রমাণিত ‘হিমালয়ের মহামেরু’ ফুল নাম ভাইরাল ফুল আসলে দঃ আফ্রিকার জাতীয় ফুল।
ব্যবহৃত টুলস
- Google reverse image search
- Google keyword search
ফলাফল
অপ্রাসঙ্গিক Falsely attributed
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )