শুক্রবার, সেপ্টেম্বর 20, 2024
শুক্রবার, সেপ্টেম্বর 20, 2024

HomeFact CheckFact Check: ‘বল লাইটনিং’-এর এই ভিডিয়োটি সত্যি নয়, কম্পিউটার গ্রাফিক্সের কারসাজি

Fact Check: ‘বল লাইটনিং’-এর এই ভিডিয়োটি সত্যি নয়, কম্পিউটার গ্রাফিক্সের কারসাজি

Claim

ভিডিয়োতে দেখতে পাওয়া এই অদ্ভুত জিনিসটার নাম “বল লাইটনিং”। যেটা কখনও কখনও দেখতে পাওয়া যায়। বিদ্যুতের একটি গোলা যা, খুব কম সময়ের জন্য বলেরই আকার ধারণ করে। কিছুক্ষণ ভেসে বেড়ায় এবং তারপর ফেটে যায়।

Fact

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৯ সালের ২৭ মার্চ Andrei Trukhonovets নামের একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল এবং সেখানে লেখাই ছিল যে ভিডিয়োটি কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছিল। 

HISTORY চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে Andrei Trukhonovets জানিয়েছিলেন যে, একটি বিশেষ ধরনের সফটওয়্যারের সাহায্যে গ্রাফিক্সটি তৈরি করেছিলেন। 

২০২১ সালের একই ভিডিয়োর ফ্যাক্ট চেক করার সময় বেলারুসের বাসিন্দা ও পেশায় থ্রি-ডি আর্টিস্ট Andrei Trukhonovets-এর সঙ্গে যোগাযোগ করেছিল আন্তর্জাতিক সংবাদসংস্থা AFP। তখন তিনি জাবনিয়েছিলেন যে, Adobe After Effects সফটওয়্যারের সাহায্যে ভিডিয়োটি তৈরি করেছিলেন। 

অতএব এখান থেকেই স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি বল লাইটনিং-এর কোনও সত্যি ঘটনা নয়। বরং ভিডিয়োটি কম্পিউটার গ্রাফিক্সের কারসাজি।

Result: False

Sources
Video by  Andrei Trukhonovets
Video by History TV

Most Popular