শনিবার, অক্টোবর 12, 2024
শনিবার, অক্টোবর 12, 2024

HomeFact CheckFact Check: পদত্য়াগ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস? ভাইরাল ভিডিয়োর...

Fact Check: পদত্য়াগ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস? ভাইরাল ভিডিয়োর সত্য়তা জানুন

Claim

সাংবাদিক সম্মেলন করে পদত্য়াগ ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস

Fact

ভাইরাল ভিডিয়োর রিভার্স ইমেজ সার্চ করলে লক্ষ্য় করা যায় যে, ১১ সেপ্টেম্বর  ATN Bangla News-এর অফিসিয়াল ইউটিউব চ্য়ানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। ‘জাতির উদ্দেশ্যে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ’ শিরোনামে প্রকাশিত ওই ভিডিয়োর কোনও অংশে মহম্মদ ইউনুসকে পদত্য়াগের ঘোষণা করতে শোনা যায়নি। 

এমনকী, ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলেও মহম্মদ ইউনুসের পদত্য়াগ সংক্রান্ত কোনও খবর আমাদের নজর পড়েনি। তবে Sushanta Das Gupta নামে একটি ফেসবুক প্রোফাইল আমাদের নজড়ে পড়েছে। গত ১৩ সেপ্টেম্বর যে প্রোফাইলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল এবং ক্যাপশনে লেখা ছিল যে, ভিডিয়োটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্য়বহার করা হয়েছে।

এরপর ভাইরাল ভিডিয়োটি ভালো করে লক্ষ্য় করলে দেখা যায় যে, কথা বলার সময় মহম্মদ ইউনুসের ঠোঁটের নড়াচড়ার সঙ্গে শুনতে পাওয়া অডিয়োর মিলছে না। সেখান থেকেই আমাদের সন্দেহ হয় যে, ভিডিয়োটি ডিপফেক হতে পারে। 

সেই সন্দেহ থেকেই, detect.resemble টুলের সাহায্য়ে আমরা অডিয়োটি পরীক্ষা করি এবং ফলাফলে তা ভুয়ো প্রমাণিত হয়। 

True Media টুলের সাহায্য়ে পরীক্ষা করা হয় এবং তাতে ফলাফল আসে যে, অডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত।   

Loccus.ai -এর তদন্তেও অডিয়োটির সত্য়তা প্রমাণিত হয়নি।  

এছাড়া ডিপফেক অ্যানালিসিস ইউনিট (DAU) আমাদের নিশ্চিত করে জানান যে, ভিডিয়োটি ডিপফেক না হলেও, অডিয়োটি ভিডিয়োর উপর আলাদা করে বসানো হয়েছে এবং অডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড হতে পারে।

Result: Altered Video

এছাড়া ডিপফেক অ্যানালিসিস ইউনিট (DAU) আমাদের নিশ্চিত করে জানান যে, ভিডিয়োটি ডিপফেক না হলেও, অডিয়োটি ভিডিয়োর উপর আলাদা করে বসানো হয়েছে এবং অডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেনারেটেড হতে পারে।

Result: Altered Video

Sources
Video by Sushanta Das Gupta
Detect.resemble Tool
True Media Tool
Loccus.ai Tool

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular