মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeFact CheckFact Check: বাংলাদেশে আওয়ামি লিগ সমর্থকদের গ্রেফতার নিয়ে ট্রাম্পের পোস্ট! এই দাবিতে...

Fact Check: বাংলাদেশে আওয়ামি লিগ সমর্থকদের গ্রেফতার নিয়ে ট্রাম্পের পোস্ট! এই দাবিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়ালো ভুয়ো স্ক্রিনশট

Claim

ডোনাল্ড ট্রাম্পের ছবি প্রদর্শন করায় বাংলাদেশে গ্রেফতার আওয়ামি লিগের সমর্থকরা।  এক্স হ্য়ান্ডেলে সেই ঘটনার নিন্দা করেছেন খোদ নয়া মার্কিন প্রেসিডেন্ট। 

Fact

ভালো করে খুঁজে দেখা যায় ‘Donald J. Trump 🇺🇸 Update’ (@TrumpUpdateHQ এক্স আইডি) নামের হ্য়ান্ডেলটির থেকে ১০ নভেম্বর পোস্টটি করা হয়েছিল। কিন্তু সেটি নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেল নয়।

এরপর বর্তমান মার্কিন প্রেসিডেন্টের আসল এক্স হ্য়ান্ডেলটি খতিয়ে দেখা যায়, সাম্প্রতিক কালে বাংলাদেশ বা সেখানকার কোনও ঘটনা নিয়ে কোনও পোস্ট করেননি তিনি। 

সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল দাবিটি ভুয়ো এবং অন্য় এক্স হ্য়ান্ডেলের পোস্টকে মার্কিন প্রেসিডেন্টে পোস্ট বলে সোশ্য়াল মিডিয়ায় ছড়ানো হচ্ছে।

Result: False

Sources
X post by Donald J. Trump 🇺🇸 Update

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।



Most Popular