মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeFact CheckFact Check: ট্রাম্পের প্রত্য়াবর্তনের ভয়ে ফ্রান্সে পালিয়েছেন বাংলাদেশ সকারের প্রধান ইউনুস? ভাইরাল...

Fact Check: ট্রাম্পের প্রত্য়াবর্তনের ভয়ে ফ্রান্সে পালিয়েছেন বাংলাদেশ সকারের প্রধান ইউনুস? ভাইরাল দাবির সত্য়তা জানুন

Claim: মার্কিন যুক্ত রাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্য়াবর্তনের পরেই দেশ থেকে ফ্রান্সে পালিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।  

Fact: মহম্মদ ইউনুসের সাম্প্রতিক কার্যকলাপ থেকে নিশ্চিত হওয়া যায় যে, তিনি বাংলাদেশেই রয়েছেন।

মার্কিন যুক্ত রাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্য়াবর্তনের পরেই দেশ থেকে ফ্রান্সে পালিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সম্প্রতি এই মর্মে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রিপাবলিক বাংলা। নিজেদের অফিসিয়াল ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে চ্য়ানেলের তরফে লেখা হয়েছে, “ট্রাম্পের প্রত্যাবর্তন, ‘ভ‍্যানিশ’ ইউনূস! বাংলাদেশের মাটিতে নেই মুহাম্মদ ইউনূস! আদৌ কি দেশে ফিরবেন? ফ্রান্সে মুখ লুকিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান?”

একই দাবি-সহ ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করেছেন আরও অনেকেই। যা দেখা যাবে এখানে, এখানেএখানে

Fact check/ Verification

ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সাম্প্রতিক কার্যকলাপ ও গতিবিধি জানতে, আমরা প্রথমে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করি। 

বেশ কিছু প্রতিবেদন থেকে জানা যায় যে, মহম্মদ ইউনুস বাংলাদেশেই রয়েছেন। ৬ নভেম্বর শহিদ আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধান উপদেষ্টা। 

ঢাকায় দু’দিনব্যাপী চলা বোস-আইন্সটাইন পরিসংখ্যানের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার মুহম্মদ ইউনুস বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সমাজ তাদের চিন্তার স্বাধীনতা, মুক্ত বুদ্ধির চর্চাকে আবার ফিরে পেয়েছে।’ দেখুন এখানেএখানে। 

Conclusion

সুতরাং, মহম্মদ ইউনুসের সাম্প্রতিক কার্যকলাপ থেকে নিশ্চিত হওয়া যায় যে, তিনি বাংলাদেশেই রয়েছেন।

Result: False

Sources
শহীদ আবু সাইদ এর পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ 
আমরা কীভাবে বিজ্ঞান ইতিহাসের অংশ, জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বোস-আইনস্টাইন পরিসংখ্যানের শতবর্ষ উদযাপন

যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- checkthis@newschecker.in. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

Most Popular