শুক্রবার, ডিসেম্বর 13, 2024
শুক্রবার, ডিসেম্বর 13, 2024

HomeFact CheckFact Check: ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণে উঠল ‘মোদি…মোদি’ স্লোগান? ভাইরাল ভিডিয়োর সত্য়তা...

Fact Check: ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণে উঠল ‘মোদি…মোদি’ স্লোগান? ভাইরাল ভিডিয়োর সত্য়তা জানুন

Authors

Kushel HM is a mechanical engineer-turned-journalist, who loves all things football, tennis and films. He was with the news desk at the Hindustan Times, Mumbai, before joining Newschecker.

Claim

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের সময় শোনা গেল ‘মোদি…মোদি’ স্লোগান।

Fact

এই বিষয়ে খোঁজ শুরু করলে News Checker-এর নজরে পড়ে ৬ নভেম্বর অস্ট্রেলিয়ান সংবাদ সংস্থা The Nightly-তে প্রকাশিত একটি প্রতিবেদন। যেখানে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণের পুরো ট্রান্সক্রিপশন দেখতে পাওয়া যায় এবং সেখানে দর্শকাসন থেকে ‘ববি…ববি’ স্লোগান দেওয়ার কথা লেখা ছিল। 

একই দিন Time magazine-তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, বিজয় ভাষণেই সদ্য় নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট নিশ্চিত করে দিয়েছিলেন যে, তাঁর নবগঠিত সরকার পরিচালনায় প্রেসিডেন্ট নির্বাচনের নির্দল প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের বিশেষ ভূমিকা থাকবে। তখনই দর্শকাসন থেকে ‘ববি…ববি’ স্লোগান উঠেছিল। তখন ট্রাম্প বলেন, “উনি (রবার্ট এফ. কেনেডি জুনিয়র) কিছু করতে চান এবং আমরা এই কাজে তাঁকে সাহায্য় করব।” 

NDTV ও  Guardian-এর রিপোর্টেও একই তথ্য় তুলে ধরা হয়েছে।

৬ নভেম্বর FOX 9 Minneapolis-St. Paul ইউটিউব চ্য়ানেলে ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ ভাষণটি দেখতে পাওয়া যায়। সেই ভিডিয়োর ১৯ মিনিট ৩০ সেকেন্ড সময়ে সদ্য় নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, “রবার্ট এফ. কেনেডি জুনিয়র পুনরায় আমেরিকার সুস্বাস্থ্য় ফিরিয়ে আনবেন।” এরপরই দর্শকদের মধ্য়ে থেকে ‘ববি…ববি’ স্লোগান ওঠে।

সুতরাং, এখন এটা স্পষ্ট যে ভাইরাল দাবিটি ভুয়ো।

Result: False

Sources
Time report, November 6, 2024
The Guardian report, November 6, 2024
The Nightly report, November 6, 2024
NDTV report, November 6, 2024
Youtube video, November 6, 2024

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

Kushel HM is a mechanical engineer-turned-journalist, who loves all things football, tennis and films. He was with the news desk at the Hindustan Times, Mumbai, before joining Newschecker.

Most Popular