শুক্রবার, ডিসেম্বর 13, 2024
শুক্রবার, ডিসেম্বর 13, 2024

HomeFact CheckFact Check: বাচ্চাদের কেকের মধ্য়ে ঢোকানো হচ্ছে ক্ষতিকারক ওষুধের বড়ি? ভাইরাল ভিডিয়োর...

Fact Check: বাচ্চাদের কেকের মধ্য়ে ঢোকানো হচ্ছে ক্ষতিকারক ওষুধের বড়ি? ভাইরাল ভিডিয়োর সত্য়তা জানুন

Claim: লুপো কেকের মধ্য়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিষাক্ত ওষুধের বড়ি। যা শিশুদের জন্য় ক্ষতিকারক।

Fact: লুপো কেকের মধ্য়ে বিষাক্ত বড়ি থাকার দাবিটি ভুয়ো। ভিডিয়োটি ইরাকের ও বহু বছর ধরে সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে এবং একাধিকবার এটির ফ্য়াক্ট চেক করা হয়েছে।

একটি ৫০ সেকেন্ডের একটি ভিডিয়ো এখন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল। যেখানে এক ব্য়ক্তিকে একটি ছোট কেকের মধ্য়ে থেকে ওষুধের বড়ি বের করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি ফেসুকে পোস্ট করে একজন লিখেছেন, “𝙇𝙐𝙋𝙋𝙊 সম্পর্কে সতর্ক* মৃত্যু আপনার চারপাশে…বাজারে এসেছে ধর্মদ্রোহী জিহাদিদের তৈরি নতুন কেক। লুপো কোম্পানির কেকের ভিতরে একটি ট্যাবলেট রয়েছে যা শিশুদের পক্ষাঘাতগ্রস্ত করে, দয়া করে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে পাঠান, শুধুমাত্র হিন্দু এলাকায় বিক্রি হয়। আপনার বাচ্চাদের যত্ন নিন এবং নিজের যত্ন নিন।”

Fact Check/ Verification

ভিডিয়োতে দেখতে পাওয়া কেকের প্য়াকেটের উপরে “Luppo” নামটি দেখতে পাওয়া যায়। সেই সূত্র ধরে, আমরা ইন্টারনেটে “Luppo cake pills” লিখে কিওয়ার্ড সার্চ করি এবং দেখতে পাই যে ২০১৯ সাল থেকে, একটি অন্য় দাবি-সহ ভিডিয়োটি ফেসবুকে ঘুরছে।

“Şölen Luppo cakes with pills?” শিরোনাম-সহ, ২০১৯ সালের নভেম্বর মাসে ইউটিউবে একই ধরনের একটি স্পষ্ট ভিডিয়ো দেখতে পাওয়া যায়। সেই ভিডিয়োতেই কেকটির মাঝ বরাবর একটি ভাঙা অংশ আমাদের নজরে পড়ে। একই ভাবে, কেকের একটি অংশকে যতটা দ্রুততার সঙ্গে ভাঙতে দেখা যায়, অন্য় অংশটিকে খুব সাবধানে ভাঙেন ভিডিয়োর ব্য়ক্তি। এখানেই প্রশ্ন ওঠে, তাহলে কি ওই ব্য়ক্তি আগে থেকেই জানতেন, কোথায় ওষুধের বড়িগুলো রয়েছে এবং দুটো বড়ি পাওয়ার পরেই কেন তিনি খোঁজা বন্ধ করে দিলেন? তবে কি তিনি জানতেন যে, কেকের মধ্য়ে দুটো বড়ি লুকানো রয়েছে?

তুরস্কের সংস্থা Solen কোম্পানির একটি কেক হল Luppo। ভাইরাল ভিডিয়োটির তদন্তে নেমে, তুরস্কের ফ্য়াক্ট চেকিং সংস্থা Teyit.org-এর দু’বছর পুরনো একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। যেখানে লেখা হয়েছে, “ভিডিয়োটিকে ভালো করে দেখলেই করলেই কেকের গায়ে বিকৃতি লক্ষ্য় করা যায়। যদিও কেকটি তুরস্কে বিক্রি হয় না। সেটি বাইরে রফতানি করা হয় এবং সেটির পরীক্ষায় কোনও খামতি নজরে আসেনি।”

Teyit.org-এর তরফে ভিডিয়োটির একটি উৎস খুঁজে বের করা হয়েছিল। দেখা গিয়েছিল যে, Wishe Press নামে, ইরাকের একটি ইউটিউব চ্য়ানেলে ভিডিয়োটি আপলোড করা হয়েছিল। 

এছাড়া, ২০১৯ সালে Snopes  ওয়েবসাইটের তরফে Sölen সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তখন সংস্থাটি নিশ্চিত করে জানিয়েছিল যে, কেকটি কেবলমাত্র ইরাকেই বিক্রি করা হয়। 

প্রসঙ্গত, ২০১৯ সালে তুরস্কের তরফে Operation Peace Spring শুরু করা হয়েছিল। তখন ইরাকে উত্তরাংশে তরস্কের পণ্য় বয়কটের হিরিক উঠেছিল। Teyit ওয়েবসাইটের মতে, সেই কারণে তৎকালীন সময়ে এমন বহু ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।

এছাড়া ২০১৯ সালের ৬ নভেম্বর, ভাইরাল ভিডিয়োটি নিয়ে একটি ফেসবুক পোস্ট করেছিল Erbil Health Protection Affairs Directorate। সেখানে তারা স্পষ্ট জানিয়েছিল, “Luppo Cake সম্পূর্ণ ভাবে নিরাপদ এবং খাওয়ার যোগ্য়।” Teyit-এর রিপোর্টেও একই বিষয় তুলে ধরা হয়েছিল।

Conclusion

অতএব, লুপো কেকের মধ্য়ে বিষাক্ত বড়ি থাকার দাবিটি ভুয়ো। ভিডিয়োটি ইরাকের ও বহু বছর ধরে সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে এবং একাধিকবার এটির ফ্য়াক্ট চেক করা হয়েছে।

Result: False

Sources
Report By Snopes, Dated November 12, 2019
Teyit.org
Official Website Of Solen

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular