মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeFact CheckFact Check: ট্রাম্পের বিজয়োৎসবে সামিল হলেন হাসিনা? ভাইরাল পোস্টের সত্য়তা জানুন

Fact Check: ট্রাম্পের বিজয়োৎসবে সামিল হলেন হাসিনা? ভাইরাল পোস্টের সত্য়তা জানুন

Claim: মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্য়াবর্তনের পর, তাঁর জয়ের উৎসবে সামিল হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Fact: ট্রাম্প-হাসিনা সাক্ষাতের ছবিটি ২০১৭ সালের।

মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্য়াবর্তনের পর, তাঁর জয়ের উৎসবে সামিল হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দাবিতে সোশ্য়াল মিডিয়ায় বহু ছবি ও ভিডিয়ো ভাইরাল হচ্ছে। ট্রাম্প ও হাসিনার একটি ছবি পোস্ট করে ফেসবুকে একজন লিখেছেন, “বিজয়ের মিলন মেলায় আমেরিকায় ট্রাম্পের সাথে আমাদের নেত্রী।” 

Fact Check/ Verification

ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, দক্ষিণ কোরিয়ার বিখ্য়াত সংবাদমাধ্য়ম Kyunghyang shinmun-এর ওয়েবসাইটে ২০১৭ সালে ২০ সেপ্টেম্বর একই ছবি একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল।  প্রতিবেদন থেকে জানা যায় যে, তৎকালীন সময়ে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ট্রাম্প-হাসিনার সাক্ষাৎ হয়েছিল। বাংলাদেশের রোহিঙ্গা সমস্য়া নিয়ে দুই রাষ্ট্রনেতা কিছুক্ষণ কথা বলেছিলেন।

একই সময়ে Bangla 24 Live NewspaperZee News-এর মতো সংবাদমাধ্য়মগুলোতেও ছবিটি একই খবরের সঙ্গে প্রকাশিত হয়েছিল।

Conclusion

অতএব বোঝাই যাচ্ছে যে ট্রাম্প-হাসিনা সাক্ষাতের ছবিটি ২০১৭ সালের। 

Result: False

Sources
Report by Kyunghyang shinmun
Report by Bangla 24 Live Newspaper
Report by Zee News

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Most Popular