শনিবার, অক্টোবর 12, 2024
শনিবার, অক্টোবর 12, 2024

HomeFact CheckPoliticsFact Check: খ্রিস্টান মতে সীতারাম ইয়েচুরির মরদেহ কবর দেওয়ার দাবিটি ভুয়ো

Fact Check: খ্রিস্টান মতে সীতারাম ইয়েচুরির মরদেহ কবর দেওয়ার দাবিটি ভুয়ো

Authors

Vasudha noticed the growing problem of mis/disinformation online after studying New Media at ACJ in Chennai and became interested in separating facts from fiction. She is interested in learning how global issues affect individuals on a micro level. Before joining Newschecker’s English team, she was working with Latestly.

Claim

প্রয়াত বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি আসলে খ্রিস্টান, মৃত্যুর পর তাঁর শবদেহ কবর দেওয়া হয়েছে। 

একই দাবি-সহ আরও পোস্ট দেখা যাবে এখানে, এখানেএখানে

Fact

গুগল লেন্সের সাহায্যে ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, ১৩ সেপ্টেম্বর The New Indian Express ওয়েবসাইটে একই ছবি সম্বলিক একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল। ইংরেজিতে যার শিরোনাম ছিল “‘Long live comrade’: JNU bids farewell to Sitaram Yechury”। ওই প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের শত শত পড়ুয়া শ্রদ্ধা জানিয়েছেন সিপিআই(এম)-এর প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। তাঁর মরদেহ JNUSU অফিসে রাখা হয়েছিল।

১৪ সেপ্টেম্বর, JNUSU-এর তরফে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একই ছবি-সহ একটি পোস্ট করা হয়েছিল।

The Hindu ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, সিপিএম-এর সাধারণ সম্পাদকের নিথর দেহ, গবেষণার কাজের জন্য় দিল্লি AIIMS-এর হাতে তুলে দেওয়া হয়েছে।  

 সীতারাম ইয়েচুরি একজন তেলুগু ব্রাহ্মণ

২০১৭ সালে সংসদে ভাষণের সময় সীতারাম ইয়েচুরি জানিয়েছিলেন যে, তিনি একটি তেলুগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, “মাদ্রাস জেনারেল হাসপাতাল, যেটি এখন চেন্নাই নামে পরিচিত, সেখানে একটি তেলুগুভাষী ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয়েছিল।”

২০১৮ সালের  Hindustan Times-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সিপিএম-এর প্রয়াত সাধারণ সম্পাদক বলেছিলেন, “আমার দাদুর নামের সঙ্গে জুড়ে আমার নাম রাখা হয়েছিল সীতারাম রাও। কিন্তু জাতপাতের বেড়াজাল আমি মানি না, তাই রাও বাদ দিয়ে দিয়েছিলাম এবং তারপর থেকে সীতারাম থেকে গিয়েছে।”

সুতরাং এখান থেকে প্রমাণিত যে, খ্রিস্টান মতে সীতারাম ইয়েচুরির মরদেহ কবর দেওয়া হয়েছে, এই দাবিটি ভুয়ো।

Result: False

Sources
Report By The New Indian Express, Dated September 13, 2024
Report By The Hindu, Dated September 15, 2024
YouTube Video By Sansad TV, Dated August 10, 2017

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

Vasudha noticed the growing problem of mis/disinformation online after studying New Media at ACJ in Chennai and became interested in separating facts from fiction. She is interested in learning how global issues affect individuals on a micro level. Before joining Newschecker’s English team, she was working with Latestly.

Most Popular