মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeFact CheckWeekly Wrap: মার্কিন মসনদে ট্রাম্পের প্রত্য়াবর্তনের পর সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো...

Weekly Wrap: মার্কিন মসনদে ট্রাম্পের প্রত্য়াবর্তনের পর সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবরের সত্য়তা জানুন

ওয়ানাডে প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়নে ইসলামিক পতাকার দাবিতে সোশ্য়াল মিডিয়ায় ছড়ালো পুরনো ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি ২০১৯ সালের এবং সেটি কেরলের কাসারগোড লোকসভা কেন্দ্রের। পতাকাগুলি আসলে কংগ্রেসের জোট সঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের ছিল।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

‘হরে কৃষ্ণ’ ভজনে মেতে উঠল সৌদি আরবের কনসার্ট হল? বিপুল ভাইরাল এই ভিডিয়োর সত্য়তা জানুন 

ভাইরাল ভিডিয়োটি এডিটেড বা সম্পাদিত। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

বাচ্চাদের কেকের মধ্য়ে ঢোকানো হচ্ছে ক্ষতিকারক ওষুধের বড়ি? ভাইরাল ভিডিয়োর সত্য়তা জানুন

লুপো কেকের মধ্য়ে বিষাক্ত বড়ি থাকার দাবিটি ভুয়ো। ভিডিয়োটি ইরাকের ও বহু বছর ধরে সোশ্য়াল মিডিয়ায় ঘুরছে এবং একাধিকবার এটির ফ্য়াক্ট চেক করা হয়েছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

ভুয়ো সাম্প্রদায়িক দাবি-সহ সোশ্য়াল মিডিয়ায় ছড়ানো হল ওড়িশার হস্টেলে পড়ুয়াদের দীপাবলি পালনের ভিডিয়ো

যে সাম্প্রদায়িক দাবি-সহ ভিডিয়োটি ভাইরাল করা হচ্ছে সেটি ভুয়ো। 

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণে উঠল ‘মোদি…মোদি’ স্লোগান? ভাইরাল ভিডিয়োর সত্য়তা জানুন

ভাইরাল দাবিটি ভুয়ো।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

মোদির মুখে “আবকি বার ট্রাম্প সরকার” স্লোগান থেকে ট্রাম্পের বিজয় ভাষণ! মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নেটমাধ্য়মে ঘুরছে একাধিক পুরনো ভিডিয়ো

দুটো ভিডিয়োই পুরনো।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

শুভেচ্ছাবার্তায় ট্রাম্পকে ‘মাসিহা’ বললেন ইউনুস? না, ভাইরাল চিঠিটি ভুয়ো

 ভাইরাল হওয়া চিঠি ও দাবি, দুটোই ভুয়ো।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

ট্রাম্পের প্রত্য়াবর্তনের ভয়ে ফ্রান্সে পালিয়েছেন বাংলাদেশ সকারের প্রধান ইউনুস? ভাইরাল দাবির সত্য়তা জানুন

মহম্মদ ইউনুসের সাম্প্রতিক কার্যকলাপ থেকে নিশ্চিত হওয়া যায় যে, তিনি বাংলাদেশেই রয়েছেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন।

Most Popular