বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024
বৃহস্পতিবার, এপ্রিল 25, 2024

HomeFact Checkসমুদ্রের উপর দিয়ে যাওয়া হেলিকপ্টারে হাঙ্গরের হামলা করার ভিডিওটির সত্যতা জানুন 

সমুদ্রের উপর দিয়ে যাওয়া হেলিকপ্টারে হাঙ্গরের হামলা করার ভিডিওটির সত্যতা জানুন 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim

সমুদ্রের উপর দিয়ে যাওয়া হেলিকপ্টারে হাঙ্গরের হামলা করার ভাইরাল ভিডিও। 

Video Posted On Social Media, Courtesy: Twitter @thekiranbedi

Fact

পন্ডিচেরির প্রাক্তন রাজ্যপাল তথা অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ কর্মকর্তা কিরণ বেদি সম্প্রতি সমুদ্রের উপর দিয়ে যাওয়া হেলিকপ্টারে হাঙ্গরের হামলা করার একটি ভিডিও ট্যুইট করেছেন, যদিও এই ভিডিওটি যে সত্য তার দাবি করেননি। ট্যুইট করে তিনি লিখেছেন ‘ এই দুঃসাহসিক ভিডিওটির আসল সত্যি যাচাই করার প্রয়োজন আছে। আসল সত্যি যাই হোক না কেন, অথবা এতো হয়তো নির্মিত করা হয়েছে তবুও বলতে হয় ভিডিওটি প্রশংসনীয়। ভিডিওটি দেখার সময় সাবধানতা অবলম্বন করুন ‘ (Original Tweet: The source of this daring Video is open and subject to verifications. Whatever be the authentic and true source it is terrifying But laudable, even if manufactured. Please view it against this caveat.)
ভিডিওটিতে দেখা যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে এবং সেটিকে আক্রমণ করেছে একটি হাঙ্গর মাছ। সত্যতা জানার জন্য আমরা ভিডিওটির রিভার্স ইমেজ করি এবং জানতে পারি যে এই ভিডিওটি একটি সিনেমার অংশ। 


5 Headed Shark Attack নামের একটি Sci-Fi সিনেমার ট্রেইলারের দৃশ্য সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর দাবি সমত ছড়িয়েছে।

Result: False Context/False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular