(প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছে )
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি পাঠান সিনেমায় শাহরুখ বডিস্যুট ব্যবহার করেছেন। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে শাহরুখকে নকল সিক্সপ্যাকের বডিস্যুট পড়তে সাহায্য করছে সেটের দুজন মেকআপ আর্টিস্ট।

Fact check / Verification
ভাইরাল ছবিটির মধ্যে আমরা বেশ গড়মিল খুঁজে পাই যেমন শাহরুখ খানের মেকআপ, মেকআপ আর্টিস্টদের মুখ প্রভৃতি।
এই ভাইরাল ছবিটির কমেন্ট বক্সে আমরা ‘Hindustan Times’ এর ১লা অগাস্ট ২০১৯ সালের রিপোর্ট পাই যেখানে হলিউডের বিখ্যাত অভিনেতা Chris Hemsworth এভেন্জার্স এন্ডগেমেস এর জন্য ‘স্থুলকায় থর’এর চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রিপোর্ট অনুসারে Chris এই চরিত্রটির জন্য বেশ উৎফুল্ল ছিলেন কারণ এখানে তিনি নকল পদ্ধতিতে মোটা হয়েছিলেন। তিনি বলেন প্রায় ৬০-৭০ পাউন্ডের একটি স্থুল বডিস্যুট এটি।
আসল ছবি ও ভাইরাল ছবিটির তুলনা করার সময় আমরা দেখি দুটি ছবিতেই একই মেকআপ আর্টিস্ট রয়েছে এবং একটি ম্যানিকুইন রয়েছে যা আসল ছবিতেও দেখা যাচ্ছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে পাঠান সিনেমায় শাহরুখ খানের বডিস্যুট ব্যবহার করার দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্পাদিত।


কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমরা এমন কোনো রিপোর্ট বা তথ্য পাইনি যাকিনা প্রমান করে পাঠান সিনেমার জন্য শাহরুখ খান বডিস্যুট ব্যবহার করেছেন। অন্যদিকে GQ article এর ২৫শে জানুয়ারি ২০২৩এর রিপোর্টে তারকাদের ফিটনেস ট্রেনার প্রশান্ত সাওয়ান্ত শাহরুখের পরবর্তী ছবির জন্য ফিটনেস রহস্য ফাঁস করেছেন।এছাড়া আমরা অন্য কোনো রিপোর্ট পাইনি শাহরুখের বডিস্যুট ব্যবহার করা নিয়ে।
অনুসন্ধানে প্রমাণিত হয়েছে পাঠান সিনেমায় শাহরুখ কোনো বডিস্যুট ব্যবহার করেননি, ভাইরাল ছবিটি এডিট করা।
Result – Altered image
Our Sources
Hindustan Times report, August 1, 2019
GQ article, January 25, 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।