Claim
ফেসবুকে ভাইরাল পোস্ট কেন কেন্দ্রের হাতে থাকবে টাকা ছাপানোর অধিকার রাজ্যের কাছে নয় – আনন্দবাজারের এই শিরোনামের সাথে রয়েছে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ভাইরাল এই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন এবার থেকে মুখ্যমন্ত্রী রাজ্যে টাকা ছাপাবেন, পশ্চিমবঙ্গে। কোথাও আবার বলা হয়েছে ওনার এই মন্তব্য সম্পূর্ণ ভারত বিরোধী, মোমক্ত বাংলার ‘মূর্খ’মন্ত্রী।

Fact
কেন কেন্দ্রের হাতে থাকবে টাকা ছাপানোর অধিকার রাজ্যের কাছে নয় – মমতা বন্দ্যোপাধ্যায় এই দাবিটি ভাইরাল হয়েছে রাজ্যে তৃণমূলের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জী ও ওনার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জীকে SSC কাণ্ডে ED হাজতে নিয়েছে। ED তল্লাশিতে অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে যথাক্রমে ২০ কোটি ও ২৮ কোটি টাকা, প্রায় ৬কেজি সোনা, কিছু বৈদেশিক মুদ্রা বাজেয়াপ্ত করেছে।
কেন কেন্দ্রের হাতে থাকবে টাকা ছাপানোর অধিকার রাজ্যের কাছে নয় – মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরণের কোনো মন্তব্য করেননি। গুগলে কীওয়ার্ড দ্বারা খোঁজার পর আমার আনন্দবাজার পত্রিকার আসল সংবাদটি পাই যা ১৫ই জুন ২০২০ সালে প্রকাশিত হয়েছিল, এই সময় দেশে করোনা মহামারী চলছিল। কেন কেন্দ্রের হাতে থাকবে টাকা ছাপানোর অধিকার রাজ্যের কাছে নয় উক্তিটি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেড; অর্থনীতি বিভাগের সুগত মারজিত ও জয়ন্ত দ্বিবেদীর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়।

ওনাদের মতে ভারতীয় সংবিধানের মতে ভারত একটি যুক্তরাষ্ট্র। কিন্তু যখন করোনার জন্য দেশে এতো আর্থিক ক্ষয়ক্ষতি হচ্ছে তখন উচিৎ প্রতিটি রাজ্যের RBI টাকাগুলো ধার হিসেবে নেওয়া। রাজ্যগুলো এই দেশের অংশ, কেন্দ্র যদি ১০০টি নতুন টাকা ছাপাতে পারে তাহলে রাজ্যগুলোর তার উপর অধিকার আছে।
অর্থাৎ দেখা যাচ্ছে কেন কেন্দ্রের হাতে থাকবে টাকা ছাপানোর অধিকার রাজ্যের কাছে নয় – মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সমেত এই পোস্টটি ভাইরাল হলেও সত্যি হলো তিনি এই ধরণের কোনো দাবি করেননি।
আমরা ২০২১ সালের ২৪শে অগাস্ট একই দাবির সত্যতা যাচাই করেছিলাম যা এখানে পড়তে পারেন।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।