Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একটি মন্তব্য ও পোস্ট যেখানে দাবি করা হয়েছে তিনি নাকি বলেছেন কেন্দ্রের কাছে কেন থাকবো টাকা ছাপানোর অধিকার, রাজ্যের কাছেও থাকা উচিত এই অধিকার। টুইটারে অভিজিৎ বসাক এই টুইটটি করছে ২২শে অগাস্ট।
অভিজিতের এই টুইটটি শেয়ার করেছেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এবং সাথে তিনি লিখেছেন টাকা ছাপানো নয়, ভারতীয় সেনা, নৌসেনা ও বিমান বাহিনীও কেন কেন্দ্রের অধীনে থাকবে, রাজ্যের অধীনে কেন নয়?
শুধু টুইটারে নয়, ফেসবুকেও এই পোস্টটি অনেকেই পোস্ট করেছে।
২০২০ সাল থেকে ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। করোনার মারণ ব্যাধি বিস্তার করার পর শুধু মানব দেহেই নয়, কর্মক্ষেত্র, অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। বেরোজগার হয়ে পড়েছেন বহু মানুষ, জীবিকা খুইয়ে মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্যে পায়ে হেঁটে পারি দিয়েছে। গত বছর মহামারীর সময় অর্থনীতিতে নোবেল জয়ী অভিজিৎ ব্যানার্জী ও জাতীয় কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর ভিডিও সাক্ষাৎকারের কথা আমরা সবাই জানি যেখানে অভিজিৎ বলেছেন ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে সরকারের উচিত মধ্যবিত্ত ও সমাজের দরিদ্র শ্রেণীকে আর্থিক ভাবে সাহায্য করা।
এই বছর কোবিডের দ্বিতীয় ঢেউ সামলাতে গিয়ে কেন্দ্রীয় ও রাজ্যে সরকারদের কি অবস্থা হয়েছিল তাও দেখেছি। এই দ্বিতীয় ঢেউ ও করোনা ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে ক্রমাগত আক্রমণ করে চলেছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে আনন্দবাজার পত্রিকা প্রকাশিত একটি খবর যেখানে বলা হয়েছে কেন্দ্রের কেন থাকবে টাকা ছাপানোর অধিকার, রাজ্যেরও কেন থাকবে না, আর বলা হচ্ছে এই ধরণের দাবি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। খবরটির সত্যতটা যাচাই করার জন্য আমরা গুগলে কীওয়ার্ড দিয়ে খোঁজ করা শুরু করি।
কীওয়ার্ড দিয়ে খোঁজার পর আমরা আনন্দবাজার পত্রিকার আসল সংবাদটি পাই যেটি প্রকাশিত হয়েছিল ১৫ই জুন ২০২০ সালে। প্রকাশিত আসল সংবাদে যে ছবি দেওয়া হয়েছে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল জগদীপ ধনখর ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে দেখা যাচ্ছে। খবরের শিরোনাম একই রয়েছে কিন্তু এই উক্তিটি করেছেন সুগত মারজিত ও জয়ন্ত দ্বিবেদী এবং প্রতিবেদনটির নিচে লেখা রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেড; অর্থনীতি বিভাগ, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ।
প্রতিবেদনে বলা হয়েছে দেশের অর্থনৈতিক দুর্দিনে যখন পরিস্থিতিকে আয়ত্তে আনতে হবে তখন ভারতীয় রিসার্ভ ব্যাঙ্কের উচৎ এমন নিয়ম চালু করা যাতে রাজ্যে সরকার সরাসরি রিসার্ভ ব্যাঙ্কের থেকে টাকা পেতে পারে। দেখার মানুষ ও রাজ্যের মানুষ কিন্তু এক, টাকা ছাপানোর অধিকার কখনই এক তরফা হতে পারে না।
অর্থাৎ দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পোস্ট কেন্দ্রের কেন থাকবে টাকা ছাপানোর অধিকার, রাজ্যেরও কেন থাকবে না যা কিনা দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর, যদিও এই দাবিটি মিথ্যে।
ফেসবুক ও টুইটারে ভাইরাল কেন্দ্রের কেন থাকবে টাকা ছাপানোর অধিকার, রাজ্যেরও কেন থাকবে না এই ধরণের মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই দাবিটি ভুল, মুখ্যমন্ত্রী এই ধরণের কোনো মন্তব্য করেননি এবং যে পোস্টটি ভাইরাল হয়েছে সেটিও সম্পাদিত করা।
IndianExpress Online- https://www.youtube.com/watch?v=L3hyKU0vh2g
Anandabazar Patrika – https://www.anandabazar.com/editorial/why-center-has-the-only-rights-to-print-money-1.1162811
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Tanujit Das
February 1, 2025
Tanujit Das
January 30, 2025
Tanujit Das
January 29, 2025